পাবনায় ৪ কেজি গাঁজাসহ আটক ১
- চাটমোহর (পাবনা) সংবাদদাতা
- ০১ ডিসেম্বর ২০২৪, ২৩:০৪
পাবনার চাটমোহর থেকে চার কেজি গাঁজাসহ এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ।
রোববার (১ ডিসেম্বর) রাত ৮টার দিকে চাটমোহরের ছাইকোলা সবুজপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মজিদ শেখ (৫০) তাড়াশ উপজেলার কাউরাইল গ্রামের মরহুম সেকেন্দার আলীর ছেলে বলে জানা গেছে।
থানা সূত্র জানায়, মাদককারবারি মজিদ শেখ রোববার রাতে গাঁজা বিক্রির উদ্দেশে মোটরসাইকেলযোগে নাটোরের কাছিকাটা হয়ে চাটমোহরের দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কাছিকাটা-চাটমোহর সড়কের সবুজপাড়া এলাকায় তাকে তল্লাশি করে। এ সময় প্লাস্টিকের বস্তায় চার কেজি গাঁজাসহ তাকে আটক করে।
গাঁজা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম জানান, ‘এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা