২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বড়াইগ্রামে আ’লীগ নেতার হুমকিতে বাড়িছাড়া ব্যবসায়ী

বড়াইগ্রামে আ’লীগ নেতার হুমকিতে বাড়িছাড়া ব্যবসায়ী - ছবি : নয়া দিগন্ত

নাটোরের বড়াইগ্রামের আহম্মেদপুর নওপাড়া গ্রামে আওয়ামী লীগ নেতার হুমকিতে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন আব্দুর রশিদ মুন্সী (৬৫) নামে এক ব্যবসায়ী ও তার স্বজনরা। জীবনের নিরাপত্তা না থাকায় গত ১০ দিন ধরে পালিয়ে বেড়াচ্ছেন তারা। বাড়িতে না থাকায় তাদের মুদি দোকানটিও বন্ধ রয়েছে, এটিও আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার হুমকি দিচ্ছেন আওয়ামী লীগ নেতা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ওই ব্যবসায়ী ও তার সন্তানরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই ব্যবসায়ীর ছোট ছেলে শফিকুল ইসলাম। এ সময় ব্যবসায়ী আব্দুর রশিদ মুন্সী, তার ছেলে রফিকুল ইসলাম ও নাতি বাঁধন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানা যায়, ব্যবসায়ী আব্দুর রশিদের ৩ শতাংশ ভিটাজমি দখল করে রেখেছেন জোয়াড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম। এর আগে তিনি জেলা আ’লীগের এক নেতার উপস্থিতিতে ওই জমিতে ঘর তোলার চেষ্টা করেন। গত ১৯ নভেম্বর এ নিয়ে সালিশ বসলে রশিদ মুন্সীর লোকজনের উপর অতর্কিত হামলা করে শহীদুল।

এতে তাদের পাঁচজন আহত হন। এরপর থেকে জীবনের নিরাপত্তার অভাব ও শহীদুলের হুমকিতে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন তারা। উপার্জনের একমাত্র অবলম্বন মুদি দোকানটিও বন্ধ থাকায় লাখ টাকার মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি অর্থাভাবে মানবেতর জীবনযাপন করছেন তারা। এ অবস্থায় জীবনের নিরাপত্তাসহ দোকানটি খোলার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তারা।

এ ব্যাপারে অভিযুক্ত শহীদুল ইসলাম বলেন, ‘সালিশের বিষয় নিয়ে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে জীবননাশ বা দোকান পুড়িয়ে দেয়ার হুমকির অভিযোগ সত্য নয়।’

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা বিষয়টির সমাধান করে দিয়েছিলাম। তারপরও যদি কেউ হুমকি দেয়, তাহলে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement