বগুড়ায় ১১৪ দিন পর আন্দোলনে নিহতের লাশ উত্তোলন
- গাবতলী (বগুড়া) সংবাদদাতা
- ২৭ নভেম্বর ২০২৪, ২২:৫৭, আপডেট: ২৭ নভেম্বর ২০২৪, ২২:৫৮
বগুড়ায় ছাত্র আন্দোলনে শহীদ গাবতলী পৌর শ্রমিক দল নেতা জিল্লুর রহমানের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) সকালে পৌরসভাধীন ৫ নম্বর ওয়ার্ডের গোরদহ গ্রামের কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়।
আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদের উপস্থিতিতে মৃত্যুর তিন মাস ২৪ দিন পর জিল্লুরের লাশ উত্তোলন করা হয়েছে।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, ‘বগুড়া হাসপাতালে ময়নাতদন্ত শেষে ২৭ নভেম্বর বিকেলে শহীদ জিল্লুরের লাশ যথাযথ মর্যাদায় দাফন করা হয়।’
উল্লেখ্য, শহীদ জিল্লুর রহমান গাবতলী পৌরসভাধীন গোরদহ গ্রামের মরহুম মুসা সর্দারের ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্টে বগুড়া শহরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি।
পরদিন ৫ আগস্ট মাগরিবের পরে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দাফন করা হয়। পরে নিহতের স্ত্রী খাদিজা আক্তার গত ২৪ আগস্ট বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে শেখ হাসিনাকে প্রধান করে ১৫৭ জনের নাম উল্লেখসহ দুই থেকে তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা