বিএনপি সংখ্যালঘুদের রক্ষায় কাজ করে : ইকবাল মাহমুদ টুকু
- সিরাজগঞ্জ প্রতিনিধি ও রায়গঞ্জ সংবাদদাতা
- ২৭ নভেম্বর ২০২৪, ২২:৫১
‘বিএনপি সবসময় সংখ্যালঘুদের রক্ষায় কাজ করে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
বুধবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিরাজগঞ্জের রায়গঞ্জে নিমগাছী অনার্স কলেজ মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘আওয়ামী লীগের কর্মীরা হিন্দু সেজে মিছিল করে দেশকে অস্থিতিশীল রাখার চেষ্টা করছে। বিএনপি সবসময় সংখ্যালঘুদের রক্ষায় কাজ করে। আমাদের নবী স: সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়ে বসবাসের সুযোগ দেয়ার কথা বলেছেন। তারা আমাদের আমানত। তাই তাদের কেউ অত্যাচার করতে পারবে না।’
টুকু আরো বলেন, ‘শহীদ জিয়াউর রহমান গণমানুষের দল হিসাবে বিএনপিকে রেখে গেছেন। আমরা জনগণকে নিয়েই ক্ষমতায় আসব। জনগণের টাকা শেখ হাসিনার পরিবার লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়েছে। এখনো যুদ্ধ শেষ হয়নি, হাসিনা ভারতে বসে যড়যন্ত্র চলমান রেখেছেন।’
রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, আমিনুর রহমান টুটুল এবং আব্দুল আলীম সরকারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরকার, তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স ম আফসার আলী, রায়গঞ্জ পৌর বিএনপির সভাপতি মো: হাতেম আলী সুজন, তাড়াশ পৌর বিএনপির আহ্বায়ক তপন কুমার গোস্বামী প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে বেলা ২টার পর থেকেই রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার বিএনপি ও অঙ্গ সহযোগী নেতারা ছাড়াও হাজারো সমর্থকরা মিছিল সহকারে সমাবেশে এসে উপস্থিত হন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা