২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিএনপি সংখ্যালঘুদের রক্ষায় কাজ করে : ইকবাল মাহমুদ টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু - ছবি : নয়া দিগন্ত

‘বিএনপি সবসময় সংখ্যালঘুদের রক্ষায় কাজ করে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

বুধবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিরাজগঞ্জের রায়গঞ্জে নিমগাছী অনার্স কলেজ মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘আওয়ামী লীগের কর্মীরা হিন্দু সেজে মিছিল করে দেশকে অস্থিতিশীল রাখার চেষ্টা করছে। বিএনপি সবসময় সংখ্যালঘুদের রক্ষায় কাজ করে। আমাদের নবী স: সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়ে বসবাসের সুযোগ দেয়ার কথা বলেছেন। তারা আমাদের আমানত। তাই তাদের কেউ অত্যাচার করতে পারবে না।’

টুকু আরো বলেন, ‘শহীদ জিয়াউর রহমান গণমানুষের দল হিসাবে বিএনপিকে রেখে গেছেন। আমরা জনগণকে নিয়েই ক্ষমতায় আসব। জনগণের টাকা শেখ হাসিনার পরিবার লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়েছে। এখনো যুদ্ধ শেষ হয়নি, হাসিনা ভারতে বসে যড়যন্ত্র চলমান রেখেছেন।’

রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, আমিনুর রহমান টুটুল এবং আব্দুল আলীম সরকারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরকার, তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স ম আফসার আলী, রায়গঞ্জ পৌর বিএনপির সভাপতি মো: হাতেম আলী সুজন, তাড়াশ পৌর বিএনপির আহ্বায়ক তপন কুমার গোস্বামী প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে বেলা ২টার পর থেকেই রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার বিএনপি ও অঙ্গ সহযোগী নেতারা ছাড়াও হাজারো সমর্থকরা মিছিল সহকারে সমাবেশে এসে উপস্থিত হন।


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল