২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাজশাহীতে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ

রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির - ছবি : নয়া দিগন্ত

জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন উপলক্ষে এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগরী শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নগরীর রেলগেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলের পর সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক শফিউল্লাহ, মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুর রহমান, রাজশাহী মহানগর সভাপতি শিফাত আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি আব্দুল মোহায়মেন ও রাজশাহী জেলা পশ্চিমের সভাপতি রমজান আলী।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইটসহ শিবিরের অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘উগ্রবাদী সংগঠন ইসকন বাংলাদশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামে তারা একজন আইনজীবীকে নির্মমভাবে হত্যা করেছে।’

বক্তারা আরো বলেন, ‘জুলাই আন্দোলন এখনো শেষ হয়নি। তাই সম্প্রীতি বজায় রেখে শেখ হাসিনা ও তাদের দোসরদের দেশ বিরোধী নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার হাসিনাকে উৎখাত করলেও তাদের ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। বাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্ত। কিন্তু আওয়ামী লীগ ও ইসকন এ সম্প্রীতি ধ্বংসের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।’


আরো সংবাদ



premium cement

সকল