‘একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে সনাতনীদের উসকানি দিচ্ছে’
- রাজশাহী ব্যুরো
- ২৭ নভেম্বর ২০২৪, ১৭:০১
একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে সনাতনীদের উসকানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে রাজশাহীতে আয়োজিত বিক্ষোভ সমাবেশের বক্তারা।
বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সাধারণ আইনজীবীর ব্যানারে সমিতির কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। বার সমিতির সদস্যরা এতে অংশ নেন।
সমাবেশের বক্তারা বলেন, ‘আদালত প্রাঙ্গণে আইনজীবীকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এ ঘটনাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে সনাতনীদের উসকানি দিচ্ছে।’
তারা আরো বলেন, ‘আইনজীবী সাইফুলের হত্যাকারী যারাই হোক, অতি শিরগির তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় আইনজীবীরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। সমাবেশ থেকে আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয়। একইসাথে বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি করেন আইনজীবীরা।’
কর্মসূচিতে বক্তব্য দেন রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক জমসেদ আলী, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা