২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

যমুনা রেল সেতু উদ্বোধন জানুয়ারিতে, ট্রায়াল ট্রেনের যাত্রা শুরু

যমুনা রেল সেতুতে ট্রায়াল ট্রেনের যাত্রা শুরু হয়েছে - ছবি : নয়া দিগন্ত

যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উজানে নির্মিত রেলওয়ে সেতুতে পরীক্ষামূলক (ট্রায়াল) ট্রেন চালু হলো আজ। তবে আগামী জানুয়ারি মাসে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছে কর্তপক্ষ।

মঙ্গলবার সকাল পৌনে ১০টায় যমুনার পশ্চিম পাড় সিরাজগঞ্জ থেকে একটি ট্রেন সেতুর পূর্ব পাড়ের দিকে এবং সকাল ১০টা ২০ মিনিটের সময় সেতুর পূর্বপার টাঙ্গাইলের ভুয়াপুর অংশ থেকে পশ্চিমপার সিরাজগঞ্জ অংশে পৌঁছায়। ট্রেনের দু’পাশে দু’টি ইঞ্জিন ও তিনটি বগি নিয়ে সংযোগ দিয়ে ট্রায়াল ট্রেন দু’টি চলাচল শুরু করে।

যমুনার ওপর নির্মিত রেলওয়ে সেতুর পরামর্শক প্রতিষ্ঠান ওরিয়েন্টাল কনসালটেন্ট গ্লোবাল লিমিটেড-এর সাব-স্ট্রাকচার ইঞ্জিনিয়ার রবিউল আলম জানান, ট্রায়াল ট্রেন দু’টি সেতুর পশ্চিমপাড় থেকে পূর্বপারে চলাচল করছে। প্রথমে ১০ কিলোমিটার গতিতে চালাচ্ছে ট্রেন। আস্তে-ধীরে গতি বাড়ানো হচ্ছে ট্রেন দু’টির। থেমে থেমে বেশ কয়েকবার ট্রায়াল দেয়া হবে বলেও জানান তিনি।

রেলওয়ে সেতু প্রকল্পের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ নাইমুল ইসলাম জানান, ‘ইতোমধ্যে রেলসেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আজ পরীক্ষামূলকভাবে সেতুর ওপর দিয়ে ট্রেন চালানো শুরু করেছি। আগামী জানুয়ারি মাসে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। তবে আনুষ্ঠানিকভাবে সেতুর ওপর ট্রেন চালু হলেও ট্রেনের পূর্ণ গতি পেতে কমপক্ষে দুই মাস সময় লাগবে।


আরো সংবাদ



premium cement
বিপুল পরিমাণে বিদেশী মুদ্রাসহ শাহ আমানতে যাত্রী আটক রাখাইনে গণহত্যা ও চলমান সহিংসতার বিচারের দাবি রোহিঙ্গাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের সমন্বিত ফলাফল প্রকাশ রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির কুলাউড়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়কসহ ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ শিক্ষার্থীর মৃত্যুর দায় ন্যাশনাল হাসপাতালের ওপর চাপানো ভিত্তিহীন : কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সেন্ট গ্রেগরি হাইস্কুল বন্ধ ঘোষণা স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে পিরোজপুরে একজনের যাবজ্জীবন নড়াইলে ২ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড নোবিপ্রবিতে মানবিকতার আড়ালে হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসন

সকল