২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ছাত্র আন্দোলনে শহীদ রিপনের লাশ সাড়ে ৩ মাস পর উত্তোলন

ছাত্র আন্দোলনে শহীদ রিপনের লাশ সাড়ে ৩ মাস পর উত্তোলন - ছবি : সংগৃহীত

ফ্যাসিস্ট হাসিনাবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ বগুড়ার রিপন ফকিরের লাশ ময়নাতদন্তের জন্য তিন মাস ২০ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) বগুড়া সদরের এরুলিয়া বানদীঘি ফকিরপাড়া এলাকার কবর থেকে এ লাশ তোলা হয়। ময়নাতদন্ত শেষে লাশ যথাযথভাবে পুনরায় দাফন করা হয় বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ।

গত ৪ আগস্ট শহরের ঝাউতলা এলাকায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান রিপন ফকির।

এরপর, নিহতের স্ত্রী মাবিয়া বেগম ১৭ সেপ্টেম্বর বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৪ জনের নাম উল্লেখসহ আরো ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলার তদন্তের স্বার্থে ২৮ অক্টোবর বগুড়ার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লাশ উত্তোলনের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এসআই আরিফুল ইসলাম।

৩১ অক্টোবর আদালত আবেদন মঞ্জুর করেন এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন ও ময়নাতদন্তের নির্দেশ দেন।

বগুড়ার কোর্ট পুলিশ পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, মামলা সুষ্ঠু তদন্তের জন্য লাশের ময়নাতদন্ত অত্যাবশ্যক। আদালতের নির্দেশ অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ, তদন্ত কর্মকর্তা আরিফুল ইসলাম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। ময়নাতদন্ত শেষে লাশ যথাযথভাবে পুনরায় দাফন করা হয়।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল