বগুড়ায় যৌথবাহিনীর অভিযান : বিদেশী পিস্তলসহ ৩ আ’লীগ নেতা গ্রেফতার
- বগুড়া অফিস
- ২২ নভেম্বর ২০২৪, ১৭:২৭
বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে গুলি ও বিদেশী পিস্তলসহ দুই আওয়ামী লীগ ও এক কৃষক লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
শাজাহানপুর থানা পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শাজাহানপুর উপজেলার আশেকপুর পশ্চিমপাড়া এলাকা থেকে মো: রায়হান নামের এক কৃষক লীগ নেতাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাড়ি থেকে এক রাউন্ড গুলি ও ম্যাগজিনবিহীন বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার আব্দুর রহমানের ছেলে এবং আশেকপুর ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক।
এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম। অপরদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে আওয়ামী লীগ নেতা মেহেদী হাসানকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তিনি সদরের ফাঁপোড় ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বলে বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ মোস্তাফিজ হাসান জানিয়েছেন।
তিনি আরো জানান, দুটি হত্যা ও একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আসামি ফাঁপোড় ইউপি চেয়ারম্যান মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে আদালতে হাজির করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা