২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নাটোরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

জুয়েল রানা নামে এক যুবক ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন - ছবি : নয়া দিগন্ত

নাটোরের বাগাতিপাড়ায় জুয়েল রানা (২৮) নামে এক যুবক ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার পাঁকা ইউনিয়নের বড় চিথলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

জুয়েল ওই এলাকার রহিম উদ্দিনের ছেলে।

জুয়েল ওরফে মো: জাহিদ হাসান তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে আতাউর আর আমার স্ত্রী সেবা। এরা দু’জন কুকরের চেয়েও নিকৃষ্টমানের মানুষ হয়ে গেছে। এরা আমাকে সুন্দর পৃথিবীতে বাঁচতে দেয়নি। এদের কঠিন শাস্তি হোক এটাই আমার চাওয়া।’

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ‘প্রায় এক মাস আগে জুয়েল একই ইউনিয়নের চকগোয়াস এলাকার সেবা আক্তারকে (২৪) বিয়ে করেন। তবে বিয়ের কয়েক দিন পরই তার স্ত্রী তাকে ছেড়ে আতাউরের সাথে চলে যান। এতে জুয়েল মানসিকভাবে ভেঙে পড়েন এবং শুক্রবার সকালে বিষপান করেন। পরে ফেসবুকে দেয়া স্ট্যাটাস ও অস্থিরতা দেখে পরিবারের লোকজনের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসা করলে তিনি বিষপানের কথা স্বীকার করেন। পরে স্বজনরা তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। সেখানে নেয়ার পথেই তার মৃত্যু হয়।’

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে।’

তিনি বলেন, ‘এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল