২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নওগাঁয় ব্যবসায়ী সুমন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নওগাঁয় ব্যবসায়ী সুমন হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে - ছবি : ইউএনবি

নওগাঁর পত্নীতলা উপজেলার কম্পিউটার ব্যবসায়ী সুমন হোসেন (২৩) হত্যা মামলার প্রধান আসামি বুলবুল হোসেনকে (৩৫) গ্রেফতার করছে পুলিশ।

শুক্রবার বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) গাজিউর রহমান এ কথা জানান।

এর আগে, বৃহস্পতিবার রাতে গাজীপুরের কোনাবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুলবুল হোসেন পত্নীতলা উপজেলার গাহন গ্রামের আব্দুল করিমের ছেলে এবং সুমন হোসেন মহাদেবপুর উপজেলার বিলছাড়া চকপাড়া গ্রামের মরহুম ময়েন উদ্দিনের ছেলে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ১৭ তারিখ রাত সাড়ে ১০টায় নিজের ফেসবুকে আইডিতে লাইভে এসে সুমন দাবি করেন, বুলবুল হোসেনের কাছ থেকে সুদের ওপর ৭০ হাজার টাকা ঋণ নেন। এই ঋণের টাকা দেয়ার সময় বুলবুল তার কাছ থেকে স্বাক্ষর করা ফাঁকা স্ট্যাম্পও নেন। সেই টাকা বেড়ে ১০ লাখ টাকা হয়ে যায়। এটা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল এবং বুলবুল সুমনকে চাপও দিচ্ছিলেন। সেই টাকাই সুমন রাতে মহাদেবপুর উপজেলা থেকে নিয়ে যাচ্ছিলেন। এ সময় রাস্তার মাঝখানে বুলবুল তার কিছু লোক দিয়ে তাকে ধাওয়া করে মেরে ফেলার চেষ্টা করছেন বলে লাইভে বলেন। এরপর একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।

তিনি আরো জানান, এ ঘটনার পর থেকে বুলবুল পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গাজীপুরের কোনাবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে বুলবুল এ হত্যাকাণ্ডের সাথে জড়িত নন বলে দাবি করেছেন। তবে তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

সংবাদ সম্মেলনে নওগাঁর পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement