ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে নদীতে পড়ে এক ব্যক্তির মৃত্যু
- চাটমোহর (পাবনা) সংবাদদাতা
- ১৯ নভেম্বর ২০২৪, ১৮:১২
পাবনার চাটমোহরে ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে নদীতে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের সিঙের জোলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তার বয়স ৬০ বছর।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ‘মঙ্গলবার দুপুরে চাটমোহর স্টেশনের এক কিলোমিটার পশ্চিমে সিঙের জোলা ব্রিজের ওপর দিয়ে অজ্ঞাত ওই ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যক্তিটি ব্রিজের নিচে নদীতে পড়ে যান। নদীর স্রোতে ভেসে যাওয়ার মুহূর্তে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। নদী থেকে ওপরে আনার সময় তিনি মৃত ছিলেন বলে স্থানীয়রা জানান।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ওসি (তদন্ত) নয়ন কুমার দাস জানান, ‘লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। যেহেতু ট্রেনের ধাক্কায় এ ব্যক্তি নিহত হয়েছেন, তাই আমরা সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশকে অবহিত করেছি।’