সারদায় আবারো এএসপিদের কুচকাওয়াজ স্থগিত
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ নভেম্বর ২০২৪, ১৬:৪৪
রাজশাহীর সারদায় ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের (এএসপি, শিক্ষানবিশ) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আবারো স্থগিত করা হয়েছে। একইসাথে প্রশিক্ষণরত ৪০তম ক্যাডেট উপপরিদর্শকদের (এসআই) সমাপনী কুচকাওয়াজও স্থগিত করা হয়েছে।
গতকাল সোমবার পুলিশ সদর দফতরের আলাদা দু’টি বিজ্ঞপ্তিতে এএসপি ও এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করে দেয়া হয়। কেন কুচকাওয়াজ স্থগিত করা হলো, সে ব্যাপারে পুলিশ সদর দফতর কিছু জানায়নি। যে দু’জন পুলিশ কর্মকর্তা চিঠিতে সই করেছেন, তারাও এ ব্যাপারে কিছু বলতে পারেননি।
পুলিশ অ্যাকাডেমি সূত্রে জানা গেছে, ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের গত বছরের ২০ অক্টোবর এক বছরের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ শেষে এ বছরের ২০ অক্টোবর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ জন্য দেড় হাজারের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে আগের রাতে হঠাৎ করেই কুচকাওয়াজ স্থগিত করে দেয়া হয়। এরপর আবারো ২৪ নভেম্বর এই অনুষ্ঠানের জন্য দিন ঠিক করা হয়েছিল। এবারো তা স্থগিত করা হলো।
গতকাল পুলিশ সদর দফতরের অতিরিক্ত উপমহাপরিদর্শক মহিউল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ অ্যাকাডেমিতে ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের তিনজন, ৪০তম ব্যাচের ৬৩ জনসহ মোট ৬৬ জন শিক্ষানবিশ এএসপি এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করছেন। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠেয় সমাপনী কুচকাওয়াজ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ ও সময় পরে জানানো হবে। প্রশিক্ষণার্থীদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে বলেও এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা