সিংড়ায় খালের দেড় যুগের ময়লা অপসারণ
- সিংড়া (নাটোর) সংবাদদাতা
- ১৬ নভেম্বর ২০২৪, ১৫:২২
নাটোরের সিংড়া পৌর শহরের জনগুরুত্বপূর্ণ ‘হাট-সিংড়া’ খালের দীর্ঘ দেড় যুগের ময়লা-আবর্জনা অপসারণের উদ্যোগ নিলেন ইউএনও মাজহারুল ইসলাম।
শনিবার সকাল ৯টায় স্থানীয় পরিবেশ ও গণমাধ্যমকর্মী এবং এলাকাবাসীকে সাথে নিয়ে তিনি খালের ময়লারস্তুপ অপসারণ শুরু করেন। পাশাপাশি খালে অবৈধ দখলদারদের উচ্ছেদের ঘোষণা দেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার, পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিংড়া পৌরসভার প্রধান সহকারী জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘দীর্ঘ প্রায় দুই যুগ ধরে পৌর শহরের এই জনগুরুত্বপূর্ণ খালটিতে অবর্জনা ফেলার কারণে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। সেইসাথে এক শ্রেণির প্রভাবশালীরা খালটি দখল করে নেয়ায় বর্ষা মৌসুমজুড়ে বর্ষণের ফলে পুরো শহরে হাটু পানি জমে। ফলে শহরের সাধারণ মানুষজন দুর্ভোগের শিকার হন।’
তিনি মনে করেন, সম্মিলিত প্রচেষ্টায় খালটি দখলমুক্ত হলে একটি পরিচ্ছন্ন শহর রুপান্তর করা সম্ভব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, ‘শহরের প্রাণকেন্দ্রে যদি এমন ময়লা অবর্জনার স্তুপ জমে থাকে তাহলে মানুষের মন মানসিকতা খারাপ থাকবে। সেই চিন্তা থেকেই পৌরসভার মাধ্যমে এই উদ্যোগ নেয়া হয়েছে।’
এই শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন ও সৌন্দর্য বর্ধনে ভূমিকা নেয়া হচ্ছে। সেটি দ্রুতই বাস্তবায়নের ঘোষণা দেন ইউএনও।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা