ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন
- পাবনা প্রতিনিধি
- ১০ নভেম্বর ২০২৪, ২১:২৯
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পাবনার (ডুসাপ) পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের ছাত্র আব্দুল্লাহ আল কাফিকে। আর সদস্য সচিব করা হয়েছে ভূতত্ব বিবাগের নাঈমুর রহমান দুর্জয়।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে কলাভবনের বটতলার সামনে বর্তমান কমিটির অনুমোদন দেয়া হয়। মিটিংয়ে উপস্থিত ছিলেন সৈয়দ রফিকুল ইসলাম চপলসহ (পুলিশ সুপার, জামালপুর জেলা) প্রমুখ।
আহ্বায়ক ও সদস্য সচিব বলেন, জেলা থেকে আগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের সংগঠন ডুসাপ। এই সংগঠনকে শিক্ষার্থীবান্ধব করতে যা করণীয় সংগঠনের সদস্যদের মতামত ও সহযোগিতার মাধ্যমে তা করা হবে।
তিনি আরো বলেন, ডুসাপের মূল উদ্দেশ্য পাবনার ঢাবিয়ানদের মধ্যে পরিচিতি, ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার পাাশাপাশি আার্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ প্রয়াস চালানো। যেন পাবনা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কোনো শিক্ষার্থী অর্থাভাবে ঝরে না পরে। আমাদের সংগঠন সবসময় শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা, মানসিক ও সামাজিক সমর্থন প্রদান করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও ডুসাপের সাবেক, বর্তমান সকল সদস্যের স্বদিচ্ছায় শিক্ষার্থীবান্ধব অনেক কাজ করা সম্ভব বলে মনে করি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা