০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজশাহী কলেজিয়েট স্কুল

চ্যাম্পিয়ন রাজশাহী কলেজিয়েট স্কুল - ছবি : নয়া দিগন্ত

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী কলেজিয়েট স্কুল।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে নগরভবনের সিটি হল সভাকক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগিতা রানার আপ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল। এতে প্রধান বিচারক হিসেবে ছিলেন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ বি এম শরীফ উদ্দিন।

সংশ্লিষ্টরা জানান, ‘রাজশাহী নগরীর ২৪টি বিদ্যালয় নিয়ে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ আয়োজন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিট। ৮ নভেম্বর থেকে শুরু হওয়া এ বিতর্ক প্রতিযোগিতার প্রথম তিনটি নকআউট পর্ব অনুষ্ঠিত হয় অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে, ৯ নভেম্বর অনুষ্ঠানের সেমিফাইনাল এবং ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) এনেক্স ভবনে। ফাইনাল রাউন্ডে প্রতিযোগিতার পক্ষ দল রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এবং বিপক্ষ দল রাজশাহী কলেজিয়েট স্কুল। বিভিন্ন রাউন্ডে প্রতিযোগিতা শেষে এ দু’টি দল ফাইনাল রাউন্ডে উন্নীত হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী মো: নাহিয়ান। অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সকলকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।’

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মো: আমিনুর ইসলাম, সম্মানিত অতিথি ছিলেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো: মামুন ডলার। বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দফতরের কো-অর্ডিনেটর সেফার এক্সেস এবং ইয়্যুথ কো-ক্যারিকুলাম ম্যানেজার কাজী রাশেদ শিমুল, রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরামের পক্ষ থেকে হাসিবুল হাসান শান্ত, নাজিফা তাসনিম।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ফোরামের মো: মাহাদী হাসান মাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রকল্প অফিসার আবু মো: জোবায়ের, জার্মান রেডক্রসের প্রতিনিধি মো: সাজেদুর রহমান, যুব প্রধান মো: আলি হোসেন।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও রেড ক্রিসেন্ট-এর সদস্যরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
দৌলতদিয়া-পাটুরিয়ায় ১১ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক যমুনা রেল সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে আজ পৌষের শেষভাগে চুয়াডাঙ্গায় শীতের দাপট তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায় বহাল কুড়িগ্রামে পুরনো কাপড়ের দোকানে ভীড়, কমেনি কমেনি শীতের তীব্রতা ইসরাইলি হামলায় গাজায় একই পরিবারের ৭ শিশুসহ নিহত ১১ বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ঢাকা রাজধানীর বিজয় সরণিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত উত্তরা ও তুরাগ নদী-সংলগ্ন এলাকায় সমাবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশীদের ভিসা কিমানোয় ভারতে বিদেশি রোগী অর্ধেকে নেমেছে জ্ঞান অর্জনের পাশাপাশি আদর্শবান ও মানবিক হওয়ার চেষ্টা করতে হবে : আল্লামা মাহফুজুল হক

সকল