০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

জনগণ জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় : রফিকুল ইসলাম খান

২০২৫-২৬ মেয়াদে নব-নির্বাচিত জেলা আমিরের শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন রফিকুল ইসলাম খান - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশে ইসলামী রাষ্ট্র কায়েমের চেষ্টা করছে। এই দেশের জনগণ জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। এজন্য জামায়াত সদস্যদের আরো অধিক সৎ ও যোগ্য হিসেবে গড়ে তুলে জনগণের আশা-আকাঙখা প্রতিফলনে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘জয়পুরহাট জেলা ইসলামী আন্দোলনের উর্বর ঘাটি। এই জেলাকে ইসলামী আন্দোলনের মডেল জেলা হিসেবে পরিণত করতে কাজ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দু’টি আসনেই জামায়াত নির্বাচন করবে।’

শনিবার সকাল ৮টায় জয়পুরহাট শহরের আরামনগরস্থ আব্বাস আলী খান মিলনায়তনে ২০২৫-২৬ মেয়াদে নব-নির্বাচিত জেলা আমিরের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমেরিকা নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় কোনো প্রভাব পড়বে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধান অতিথি বলেন, ‘এই বিষয়ে আওয়ামী লীগদের উৎফুল্ল হওয়ার কিছু নেই। পালিয়ে গিয়ে বড় বড় কথা তাদের মুখে মানায় না। জনগণ তাকে আসামি হিসেবে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করাবেন।’

জেলা আমির ডা. ফজলুর রহমান সাইদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম।

এ সময় জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া, জেলা সহকারী সেক্রেটারি হাসিবুল আলম ও অ্যাডভোকেট মামুনুর রশিদ, জেলা যুব বিভাগের সভাপতি প্রভাষক মোস্তাফিজুর রহমান, জেলা প্রচার সেক্রেটারি এস এম রাশেদুল আলম সবুজ, জেলা জামায়াতের নির্বাচন কমিশন প্রধান মাওলামা আবু জাফর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।

অধ্যাপক আব্দুর রহিম বলেন, ‘আওয়ামী লীগ সব চাইতে বড় সন্ত্রাসী দল। তারা বারবার জনগণকে বিভ্রান্ত করে এ দেশে রাজনীতি করেছে। এখন ২৫ বছরের কাজ ৫ বছরে গুছিয়ে নিতে হবে। আমাদের সময়ের সৎ ব্যবহার করতে হবে। সংগঠনকে মজবুত করতে হবে। সংগঠন মজবুত হলে আমাদের সফলতা আসবে। দেশ গভীর ষড়যন্ত্রে নিমজ্জিত। আমাদের এই ষড়যন্ত্র যোগ্যতা দিয়ে মোকাবেলা করে সফলতা অর্জন করতে হবে।’

উল্লেখ্য, সম্মেলনে জেলার পাঁচটি উপজেলা ও জয়পুরহাট শহর শাখার ২০২৫-২৬ মেয়াদে আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে জামায়াতের সদস্যরা নিজ নিজ উপজেলা আমির নির্বাচনে ভোট প্রদান করেন। সমগ্র নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম।

অনুষ্ঠানের শেষ অংশে প্রধান অতিথি দেশ ও জাতির জন্য সুখ-সমৃদ্ধি কামনা করে ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সকলে এগিয়ে আসার আহ্বান জানান।


আরো সংবাদ



premium cement
পৌষের শেষভাগে চুয়াডাঙ্গায় শীতের দাপট তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায় বহাল কুড়িগ্রামে পুরনো কাপড়ের দোকানে ভীড়, কমেনি কমেনি শীতের তীব্রতা ইসরাইলি হামলায় গাজায় একই পরিবারের ৭ শিশুসহ নিহত ১১ বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ঢাকা রাজধানীর বিজয় সরণিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত উত্তরা ও তুরাগ নদী-সংলগ্ন এলাকায় সমাবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশীদের ভিসা কিমানোয় ভারতে বিদেশি রোগী অর্ধেকে নেমেছে জ্ঞান অর্জনের পাশাপাশি আদর্শবান ও মানবিক হওয়ার চেষ্টা করতে হবে : আল্লামা মাহফুজুল হক ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ তড়িঘড়ি করে আর্টিকেল ৭০ তুলে দিলে এমপি কেনাবেচা শুরু হবে : রিজভী

সকল