০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাংলার জমিনে ফিরিয়ে এনে হাসিনার বিচার করতে হবে : রফিকুল ইসলাম খান

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান - ছবি : নয়া দিগন্ত

শেখ হাসিনাকে বাংলার জমিনে ফিরিয়ে এনে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে বলে অন্তবর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন বাংলাদেশে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে যেন কোনো অপশক্তি আর বাংলার জমিনে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেল ৪টায় উল্লাপাড়ার নলসোন্ধা স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী সলপ ইউনিয়ন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম খান বলেন, ‘বিগত ১৬ বছরে মানুষ তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। জনগণের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছিল। বিরোধীদলীয় নেতাকর্মীদের কোনো প্রকার মিছিল-মিটিং করতে দেয়া হয়নি। যারা এ ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছেন তাদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। এ নির্যাতন নিপীড়নের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দল হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। মিথ্যা নাটক সাজিয়ে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝুলানো হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের সব অপরাধের বিচার দাবি করেন জামায়াতের এ নেতা।’

সলপ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফার সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, শাহজাদপুর উপজেলা জামাতের আমির অধ্যাপক মিজানুর রহমান, উপজেলা মজলিশে শূরা সদস্য রফিকুল ইসলাম প্রধান, বেলকুচি উপজেলা জামাতের কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম আজম, উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাবেক আমির ড. মাওলানা নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি খায়রুল ইসলাম, শিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা নুর মোহাম্মদ মণ্ডল, উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি আ: বারী, সলপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার শহিদুল ইসলাম প্রমুখ।


আরো সংবাদ



premium cement
লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা জাতীয় পার্টি পিপীলিকা নয়, বাজপাখি : মোস্তাফিজার রহমান ‘খাঁচায় বন্দী’ হাসিনার প্রতীকী প্রদর্শন মুন্সীগঞ্জে জামায়াতের উপজেলা আমিরদের শপথ গ্রহণ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর গুরুতর অসুস্থ ‘পলিসি মেকার ও একাডেমিয়ানদের পারস্পরিক সম্পর্ক সমাজে কল্যাণ বয়ে আনবে’ নারায়ণগঞ্জে যুবদল নেতাকে হত্যার ঘটনায় স্ত্রী ও ভাগ্নে গ্রেফতার মানুষের আশা-প্রত্যাশা তিন মাসে খুব একটা পূরণ হয়নি : দুদু বোয়ালমারীতে যুবকের আত্মহত্যা অতিদ্রুত নির্বাচন দাবি করে শেষ হলো বিএনপির বিশাল র‌্যালি দেশকে কল্যাণরাষ্ট্র করতে শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : সেলিম উদ্দি

সকল