ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
- ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
- ০৫ নভেম্বর ২০২৪, ১৭:৫০
ঈশ্বরদীর পাকশী লালনশাহ সেতুতে দু’মোটরসাইকেলের সংঘর্ষে মোহাম্মদ অভি (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় তাইজুল ইসলাম রাব্বি (২৩) নামে আরো এক যুবক আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে লালনশাহ সেতুর দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত অভি উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবলচাড়া সেন্টারপাড়া গ্রামের সুজন সরদারের ছেলে। আহত রাব্বি একই ইউনিয়নের ছিলিমপুর গ্রামের নুরুল কন্ট্রাকটরের ছেলে। রাব্বি ঈশ্বরদী সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
নিহতের চাচা জয় আহমেদ ও স্থানীয়রা জানান, অভি ও রাব্বি সম্পর্কে মামা-ভাগ্নে হন। মঙ্গলবার সকালে দু’টি মোটরসাইকেল নিয়ে বেড়াতে যান। এরপর তারা পাকশী লালনশাহ সেতুর উপর উঠে দ্রুতগতিতে রেসিং শুরু করেন। একপর্যায়ে পাশাপাশি দু’জনের মোটরসাইকেলে ধাক্কা লাগলে দু’জনেই রাস্তায় ছিটকে পড়েন।
স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক অভিকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আহত রাব্বিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কুষ্টিয়া ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে দুর্ঘটনার খবর পেয়েছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা