শেখ হাসিনা গত ১৬ বছরে দেশকে ক্ষত-বিক্ষত করেছে : যুবদল সম্পাদক
- সিরাজগঞ্জ প্রতিনিধি
- ০৪ নভেম্বর ২০২৪, ২০:৪৯
শেখ হাসিনা গত ১৬ বছরে নিষ্ঠুরতা দিয়ে দেশকে ক্ষত-বিক্ষত করেছে। আদালতের ঘাড়ে বন্দুক রেখে ফরমান জারি করে মুজিবের বন্দনা করতে জনগণকে বাধ্য করেছে। দেশের অর্থ লুটপাট করে দেশকে তলাবিহীন করেছে বলে মন্তব্য করেছেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
সোমবার (৪ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী অডিটোরিয়ামে জেলা যুবদল, জেলা সেচ্ছাসেবক দল ও জেলা ছাত্রদল আয়োজিত সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে এক যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম নয়ন বলেন, বিগত দিনে দেশে ভোটারবিহীন একটি পার্লামেন্ট ছিল কিন্তু কার্যকর ছিল না। দেশে একটি নির্বাচন কমিশন ছিল কিন্তু ওই কমিশনের মেরুদণ্ড ছিল না নিরপেক্ষ নির্বাচন করার মতো। দেশে একটি আদালত ছিল কিন্তু ন্যায় বিচার ছিল না। প্রশাসন ছিল কিন্তু নিরপেক্ষ ছিল না। একটি পুলিশ বাহিনী ছিল কিন্তু বিরোধী মত দমনে মরিয়া ছিল। এক কথায় সারাদেশকে একটি ফ্যাসিবাদি রাষ্ট্র বানিয়েছিল। যার কারণে মানুষ নিশ্বাস নিতে পারছিল না।
সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে এবং ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইয়াসিন আলী, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ২ নম্বর সাধারণ সম্পাদক আ.হ. মুহাম্মদ খোকন, সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সদস্য সচিব সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ।
সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভার ১৮টি ইউনিট থেকে যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা