২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পেঁয়াজের বাজার স্থিতিশীল করতে দেশে উৎপাদন বাড়াতে হবে: ভোক্তা অধিকারের মহাপরিচালক

- ছবি : ইউএনবি

পেঁয়াজের বাজারদর নিয়ন্ত্রণে আনতে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

মোহাম্মদ আলীম আখতার খান বলেন, ‘দেশের অভ্যন্তরীণ পেঁয়াজ উৎপাদন বাড়াতে হবে। পাশাপাশি যে পেঁয়াজগুলো আমদানি করা হয়, সেগুলো যাতে নষ্ট না হয় সেজন্য ব্যবস্থা নিতে হবে।’

তিনি আরো বলেন, ‘পেঁয়াজ আমদানির সময় বড় একটা অংশ নষ্ট হয়ে যায়। ফলে বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায়। পেঁয়াজ পরিবহনের জন্য উন্নত কোনো ব্যবস্থা নেয়া যায় কি না তা ভেবে দেখা হবে।’

এ সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান-আল-ইমরান, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, সোনামসজিদ বন্দর পরিচালায় নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম উপস্থিত ছিলেন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement