২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সামাজিক মাধ্যমে ভুয়া সংবাদ প্রচারের অভিযোগে ছাত্রলীগকর্মী গ্রেফতার

ছাত্রলীগকর্মী সাইফুল ইসলাম গ্রেফতার - ছবি : নয়া দিগন্ত

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের দেয়া তথ্যের ভিত্তিতে সাইফুল ইসলাম (৩১) নামে এক ছাত্রলীগকর্মীকে গ্রেফতার করেছে নোয়াখালী জেলার সেনবাগ থানা পুলিশ।

আজ শুক্রবার (১ নভেম্বর) রাতে আরএমপির মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার হওয়া সাইফুল ইসলাম সেনবাগ থানার পূর্ব ছাতারপাইয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

রাজশাহী মহানগর পুলিশ জানায়, ‘গত ২৯ আগস্ট কয়েকটি ফেসবুক পেজ থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে ‘মধ্যরাতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়’ শিরোনামে বর্তমান সরকারের বিরুদ্ধে একটি ভুয়া ও মিথ্যা ভিডিও ছড়িয়ে পড়ে। এতে করে সাধারণ জনগণসহ সারাদেশের ছাত্রদের মধ্যে ভীতি সঞ্চার ও উত্তেজনা বিরাজ করে। এছাড়া দেশের সার্বভৌমত্ব বিপন্নসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দেয়।

বিষয়টি আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের নজরে আসলে তিনি সাইবার ক্রাইম ইউনিটকে এর সত্যতা যাচাইয়ের নির্দেশনা দেন। আরএমপির সাইবার ক্রাইম ইউনিট ছড়িয়ে পড়া ভিডিওগুলো পর্যালোচনা করে দেখতে পায়, ভিডিওগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলেও তা এ সময়ের নয়। পুরনো মিছিলে নতুন করে কণ্ঠ লাগানো হয়েছে এবং সেনবাগ থানা এলাকা থেকে ওই ভুয়া ও মিথ্যা ভিডিও ছড়ানো হয়েছে। বিষয়টি পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট সেনবাগ থানায় পাঠায়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ থানা পুলিশের একটি টিম বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় অভিযান চালিয়ে একই থানার গাবতলী এলাকা থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করে।’

জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া সাইফুল জানান, ‘তিনি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নোয়াখালী জেলার ছাতারপাইয়া ইউনিটের একজন কর্মী। গত ৫ আগস্ট থেকে তার নিজস্ব ফেসবুক পেজসহ আরো বিভিন্ন ফেসবুক পেজ খুলে ইচ্ছাকৃতভাবে রাষ্ট্র ও সরকারের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচার করে আসছিল।’

রাজশাহী মহানগর পুলিশ আরো জানায়, ‘সাইফুল ইসলামের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে সেনবাগ থানায় মামলা রুজু করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।’


আরো সংবাদ



premium cement
কুলাউড়ায় ‍বৃদ্ধ নারীর লাশ উদ্বার সাংবাদিক নূরুল কবিরকে বিমানবন্দরে হয়রানি : জামায়াতের উদ্বেগ সরিষাবাড়িতে বন্ধ পাটকল চালুর দাবিতে মানববন্ধন পবিপ্রবিতে রাতভর র‌্যাগিংয়ে হাসপাতালে ৩ শিক্ষার্থী, বহিষ্কার ৭ ভালুকায় মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার ‘ইসলামী সমাজ ব্যবস্থার মূলমন্ত্র বৈষম্যমুক্ত’ সম্পাদক নূরুল কবিরকে হয়রানির ঘটনায় তদন্ত শুরু আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় শ্রমিক লীগের সাবেক সভাপতি গ্রেফতার ফেনীতে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ দু’জনকে জামায়াতের আর্থিক সহায়তা চকরিয়ায় ডাম্পারের সাথে সংঘর্ষে মোটরসাইকেলআরোহী নিহত কুবিতে নৈশপ্রহরী-কর্মচারীদের শীতবস্ত্র উপহার শিবিরের

সকল