জয়পুরহাটে একই স্থানে বিএনপির ২ গ্রুপের সমাবেশ, ১৪৪ ধারা জারি
- জয়পুরহাট প্রতিনিধি
- ৩১ অক্টোবর ২০২৪, ১৯:৫০
জয়পুরহাট পৌর শহরের একই স্থানে একই সময়ে বিএনপির দুই গ্রুপের সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা থেকে ১৪৪ ধারা জারি করেছে জয়পুরহাট জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে ভারপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১ নভেম্বর সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত পুরো সদর উপজেলায় ১৪৪ ধারা জারি থাকবে। এই আইনের আওতায় সকল প্রকার সভা সমাবেশ, মিছিল, গণজমায়েত, মাইক ব্যবহার ও সকল প্রকার দেশীয় আগ্নেআস্ত্র যেমন: দা, হাসুয়া, লাঠিসোটা ইত্যাদি বহন ও সংশ্লিষ্ট এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির অবস্থান বা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ করার কথা বলা হয়েছে।
১ নভেম্বর পৌর শহরের নতুনহাট এলাকায় শহর ও সদর থানা বিএনপির সম্মেলন ডেকেছে জয়পুরহাট জেলা বিএনপি।
একই স্থানে এক সময়ে বিএনপির অন্য গ্রুপ সম্মেলন ডাকায় আইন-শৃঙ্খলার অবনতি ও জানমালের নিরাপত্তার জন্য ১৪৪ ধারা জারি করেছে জয়পুরহাট জেলা প্রশাসন।
ভারপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর বলেন, একই স্থানে এক সময়ে বিএনপির দুই গ্রুপের সম্মেলনকে ঘিরে আইন শৃঙ্খলার অবনতি ও জানমালের নিরাপত্তার জন্য সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা