ঈশ্বরদীতে অস্ত্র ও গাঁজাসহ আটক ১
- ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
- ২৯ অক্টোবর ২০২৪, ১৬:২৩
পাবনার ঈশ্বরদীতে মাদক উদ্ধার অভিযানে গিয়ে একটি বিদেশী রিভলবার ও গাঁজাসহ সাহাবুল হোসেন (৪৪) নামে এক যুবককে আটক করেছে পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল কলপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক হওয়া সাহাবুল হোসেন ওই এলাকার আমির হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর পাবনা জেলা ‘খ’ সার্কেল গোপন সংবাদের ভিত্তিতে সাহাবুলের নিজ বাড়ির শয়নকক্ষের বালিশের নিচ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এসময় তার তোশকের নিচ থেকে একটি লোহার তৈরি বিদেশী আট চেম্বার বিশিষ্ট রিভলভার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে। পরে ঈশ্বরদী থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়।’
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর পাবনা সার্কেল ‘খ’-এর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, ‘আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং অস্ত্র আইনে ঈশ্বরদী থানায় দু’টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, ‘মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাদক উদ্ধার অভিযান ছিল। তারই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সাহাবুলের নিজ বাড়ির বাড়িতে অভিযানে যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সেখান থেকে মাদক, অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করা হয়েছে। আটক হওয়া আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা