২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ

- ছবি : ইউএনবি

শ্রমিক মারধরের জেরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।

সোমবার সকাল থেকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকেরা। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

জানা গেছে, গতকাল সোমবার সকালে রাজশাহীর আল-মাহি পরিবহন নামের একটি বাসের চালক সাঈদ হাসান চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকদের হাতে মারধরের শিকার হন।

তবে চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক সমিতির নেতারা দাবি করে রাজশাহীর ওই বাসচালক যাত্রীদের দ্বারা লাঞ্ছিত হয়েছেন।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি জানান, গত শনিবার রাতে রাজশাহীর একটি বাসে চাঁপাইনবাবগঞ্জের একজন বাসশ্রমিক ছিলেন। বাসে ভাড়া চাওয়াকে কেন্দ্র করে তার সাথে রাজশাহীর বাসের কন্ডাক্টরের কথা-কাটাকাটি হয়। এরপর বাসটি চাঁপাইনবাবগঞ্জে ঢুকলে চালক ও হেলপারসহ তিনজনকেই মারধর করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বলেন, ‘দুইপক্ষই সমাধানের পক্ষে। কিন্তু রহস্যজনক কারণে সমাধান হচ্ছে না। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement