আত্রাই নদীর পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু
- মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা
- ২৫ অক্টোবর ২০২৪, ১৯:৩৭
নওগাঁর মান্দায় আত্রাই নদীর পানিতে ডুবে রফিকুল ইসলাম (১০) নামের হাফেজিয়া মাদরাসার এক ছাত্রের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার লক্ষ্মীরামপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত রফিকুল ইসলাম উপজেলার ভীমপুর ইউনিয়নের চকরাজা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে ও চকরাজা হাফেজিয়া মাদরাসা, এতিমখানা ও শিশু সদনের শিক্ষার্থী।
জানা যায়, রফিকুল মান্দা থানার লক্ষ্মীরামপুর গ্রামে মেশকাত নামে এক বন্ধুর বাড়িতে বেড়াতে যায়। আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে তার বন্ধুর সাথে আত্রাই নদীতে গোসল করতে যায়। এ সময় অসাবধানতাবশত নদীর পানিতে তলিয়ে যায় সে। অনেক খোঁজাখুঁজি করার পরেও তাকে না পাওয়ায় বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা এসে বিকেল সাড়ে ৪টার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করেন।
মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আইনগত প্রক্রিয়া শেষে মৃতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা