২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঈশ্বরদীতে রেললাইনের পিন চুরির সময় সরঞ্জামসহ আটক ১

রেললাইনের পিন চুরির সময় সজিবুল ইসলাম আটক - ছবি : নয়া দিগন্ত

পাবনার ঈশ্বরদীতে রেললাইনের পিন চুরির সময় সজিবুল ইসলাম (২২) নামে একজনকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল সায়েনউদ্দিন মোড়-সংলগ্ন ঈশ্বরদী-দক্ষিণাঞ্চল ও ঈশ্বরদী পদ্মা সেতু রেললাইনে এ ঘটনা ঘটে।

আটক হওয়া সজিবুল ইসলাম কুষ্টিয়া উপজেলার দৌলতপুর উপজেলার নারায়নপুর গ্রামের মহাবুল ইসলামের ছেলে। তিনি ঈশ্বরদীর জয়নগরে নানার বাড়িতে থাকেন।

আটকের সময় তার কাছ থেকে চাইনিজ কুড়াল ও খোলা পিন উদ্ধার করা হয়।

জানা যায়, আজ দুপুরে রেললাইনের ওপর কেউ না থাকায় সজিবুলসহ তার দু’সহযোগী পিন খুলতেছিলেন। এ সময় উপজেলার কলম হোসেনের ছেলে কনক ও তার বন্ধুরা রেললাইনে উঠলে তাদের পিন খুলতে দেখেন। তারা চিৎকার দিলে আরো লোকজন জড়ো হয়ে তাদের ধাওয়া করেন। এ সময় দু’জন পালিয়ে গেলেও সজিবুলকে আটক করেন এলাকাবাসী।

খবর পেয়ে ছুটে আসেন রেললাইনের কর্মচারীরা ও পাকশী ফাঁড়ির পুলিশ সদস্য মুকুল হোসেন। পরে রেলওয়ে নিরাপত্তা থানায় (জিআরপি) সজিবুলকে সোপর্দ করে রেলকর্মচারীরা।

স্থানীয়রা জানান, পিন খুলে নেয়া হলে এতে রেললাইনে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে।

এ বিষয়ে ঈশ্বরদী জিআরপি থানার দায়িত্বরত সাব ইন্সপেক্টর আবু সাইদ জানান, ‘ওই এলাকায় দায়িত্বরত রেলকর্মচারীরা ও স্থানীয় লোকজন সজিবুলকে আমাদের কাছে সোপর্দ করেছেন। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলা নথিভুক্ত হলে তাকে পাবনা হাজতে পাঠানো হবে।’

 


আরো সংবাদ



premium cement
পাকিস্তানে জাতিগত সহিংসতায় ৩ দিনে নিহত ৮২ হেফাজত নেতাকে হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে স্মারকলিপি অটোরিকশাচালকদের কর্মসূচি স্থগিত, পুলিশের সাথে বৈঠক সোমবার ভারতে পালানোর সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা স্ত্রীসহ আটক রাবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নাব্যতা সঙ্কট, ফেরি চলাচল ব্যাহত সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিলেন সিইসি দ্বিতীয় দিনের মতো বেনাপোলে দূরপাল্লার পরিবহন বন্ধ মা‌টিরাঙ্গায় ট্রাক্টর উল্টে চালক নিহত নোয়াখালীতে বিএনপি নেতার খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ইন্দুরকানীতে বিএনপি নেতা আব্দুল লতিফ হাওলাদারের দাফন সম্পন্ন

সকল