২৫ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১, ২১ রবিউস সানি ১৪৪৬
`

ঈশ্বরদীতে রেললাইনের পিন চুরির সময় সরঞ্জামসহ আটক ১

রেললাইনের পিন চুরির সময় সজিবুল ইসলাম আটক - ছবি : নয়া দিগন্ত

পাবনার ঈশ্বরদীতে রেললাইনের পিন চুরির সময় সজিবুল ইসলাম (২২) নামে একজনকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল সায়েনউদ্দিন মোড়-সংলগ্ন ঈশ্বরদী-দক্ষিণাঞ্চল ও ঈশ্বরদী পদ্মা সেতু রেললাইনে এ ঘটনা ঘটে।

আটক হওয়া সজিবুল ইসলাম কুষ্টিয়া উপজেলার দৌলতপুর উপজেলার নারায়নপুর গ্রামের মহাবুল ইসলামের ছেলে। তিনি ঈশ্বরদীর জয়নগরে নানার বাড়িতে থাকেন।

আটকের সময় তার কাছ থেকে চাইনিজ কুড়াল ও খোলা পিন উদ্ধার করা হয়।

জানা যায়, আজ দুপুরে রেললাইনের ওপর কেউ না থাকায় সজিবুলসহ তার দু’সহযোগী পিন খুলতেছিলেন। এ সময় উপজেলার কলম হোসেনের ছেলে কনক ও তার বন্ধুরা রেললাইনে উঠলে তাদের পিন খুলতে দেখেন। তারা চিৎকার দিলে আরো লোকজন জড়ো হয়ে তাদের ধাওয়া করেন। এ সময় দু’জন পালিয়ে গেলেও সজিবুলকে আটক করেন এলাকাবাসী।

খবর পেয়ে ছুটে আসেন রেললাইনের কর্মচারীরা ও পাকশী ফাঁড়ির পুলিশ সদস্য মুকুল হোসেন। পরে রেলওয়ে নিরাপত্তা থানায় (জিআরপি) সজিবুলকে সোপর্দ করে রেলকর্মচারীরা।

স্থানীয়রা জানান, পিন খুলে নেয়া হলে এতে রেললাইনে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে।

এ বিষয়ে ঈশ্বরদী জিআরপি থানার দায়িত্বরত সাব ইন্সপেক্টর আবু সাইদ জানান, ‘ওই এলাকায় দায়িত্বরত রেলকর্মচারীরা ও স্থানীয় লোকজন সজিবুলকে আমাদের কাছে সোপর্দ করেছেন। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলা নথিভুক্ত হলে তাকে পাবনা হাজতে পাঠানো হবে।’

 


আরো সংবাদ



premium cement