২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাবিতে দুই প্রো-ভিসি ও কোষাধ্যক্ষ নিয়োগ

রাবিতে দুই প্রো-ভিসি ও কোষাধ্যক্ষ নিয়োগ - ছবি : নয়া দিগন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন দুই প্রো-ভিসি ও কোষাধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (২১ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব শহীনুর ইসলাম স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই নিয়োগ দেয়া হয়।

নিয়োগপ্রাপ্তরা হলেন- প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মইন উদ্দিন, প্রো-ভিসি (অ্যাকাডেমিক) হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান এবং কোষাধ্যক্ষ হিসেবে ফিন্যান্স বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মতিয়ার রহমান।

প্রজ্ঞাপন অনুযায়ী, তাদের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। দুই প্রো-ভিসি বর্তমান পদের সমপরিমাণ এবং কোষাধ্যক্ষ অবসর পূর্ব পদের সমপরিমাণ অর্থ সম্মানি হিসেবে পাবেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর ৮ আগস্ট পদত্যাগ করেন রাবির সাবেক প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল ইসলাম ও প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক হুমায়ুন কবীর। কোষাধ্যক্ষকে সম্প্রতি অব্যাহতি দেয়া হয়।


আরো সংবাদ



premium cement