২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঈশ্বরদীতে পৃথক ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যু

মারিয়া খাতুন শাম্মি ও জিহাদ হোসেন নামে দু’শিক্ষার্থীর মৃত্যু - প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে পৃথক ঘটনায় মারিয়া খাতুন শাম্মি (১৩) ও জিহাদ হোসেন (১৪) নামে দু’শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) সকাল ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ।

জানা যায়, ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী বটতলার হাসিবুর রহমানের মেয়ে ও রিয়াজুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী মারিয়া খাতুন শাম্মি। তাকে মোবাইল ফোন ব্যবহারে বিধি-নিষেধ আরোপ করায় মা-বাবার ওপর অভিমান করে নিজ ঘরের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।

অন্যদিকে একই ইউনিয়নের মিরকামারী পূর্বপাড়ার বাবু ইসলামের ছেলে ও ভাষা শহীদ বিদ্যা নিকেতনের অষ্টম শ্রেণির ছাত্র জিহাদ হোসেনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। কোলেরকান্দি খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যান তিনি।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ জানান, এ ব্যাপারে ঈশ্বরদী থানায় দু’টি অপমৃত্যু মামলা হয়েছে। এছাড়া ময়নাতদন্ত শেষে লাশ দু’টি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement