২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঈশ্বরদীতে রেলপথ সচিবকে জামায়াতের স্মারকলিপি, ৮ দফা দাবি

ঈশ্বরদীতে রেলপথ সচিবকে জামায়াতের স্মারকলিপি, ৮ দফা দাবি - ছবি : নয়া দিগন্ত

পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা শাখার পক্ষ থেকে রেলওয়ে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, সম্প্রসারণ ও সেবার মান বৃদ্ধিসহ রেলওয়ের সার্বিক উন্নয়নে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: আবদুল বাকীকে স্মারকলিপি দেয়া হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) সকালে পাকশী রেলওয়ে বিভাগীয় অফিসের অফিসার্স রেস্ট হাউসে এক মতবিনিময় সভা শেষে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল এ স্মারকলিপি তুলে দেন।

জামায়াতের পক্ষ থেকে দেয়া আট দফা দাবিগুলো হলো :
১. আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটির রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করে আগের মতো ঈশ্বরদী হয়ে ঢাকার রুটে চলাচল করতে হবে। অথবা বিকল্পভাবে অন্য কোনো ট্রেনের ব্যবস্থা করতে হবে।
২. আন্তঃনগর পঞ্চগড়, লালমনি এবং রংপুর এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী বাইপাস স্টেশনে যাত্রা বিরতি দিতে হবে।
৩. ঈশ্বরদী ব্যস্ততম রেল গেটে যানজট নিরসনে আন্ডারপাস নির্মাণের ব্যবস্থা করতে হবে।
৪. ঐতিহ্যবাহী ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনটি আধুনিকায়নের ব্যবস্থাসহ জনদুর্ভোগ কমাতে বিদ্যমান ফুটওভার ব্রিজে চলন্ত সিঁড়ির ব্যবস্থা করতে হবে।
৫. আন্তঃনগর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আবার ঈশ্বরদী স্টেশন থেকে চলাচলের ব্যবস্থা করতে হবে।
৬. ঈশ্বরদী ও ঈশ্বরদী বাইপাস স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে।
৭. পাবনা থেকে ঈশ্বরদী হয়ে ঢাকাগামী একটি আন্তঃনগর ট্রেন চালু করতে হবে।
৮. বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ঐতিহ্যবাহী রেলওয়ে চন্দ্রপ্রভা বিদ্যাপিঠ পাকশী, রেলওয়ে বালিকা উচ্চ বিদ্যালয় পাকশী ও রেলওয়ে নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ঈশ্বরদী তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্থায়ী-অস্থায়ী শিক্ষক নিয়োগ এবং শিক্ষকদের যুগোপযোগী প্রশিক্ষণের উদ্যোগ নিয়ে শিক্ষার মান ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।

এ সময় রেলপথ সচিব মো: আবদুল বাকী জামায়াত নেতাদের ধন্যবাদ জানিয়ে রেলের উন্নয়নে জামায়াতের পক্ষ থেকে দেয়া দাবিগুলো বিবেচনা করা হবে বলে জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) রাজশাহীর মো: মামুনুল ইসলাম, পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সূফী নূর মোহাম্মদ। পাবনা জেলা জামায়াতের তালিমুল কোরআন সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, পাবনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মো: রেজাউল করিম, ঈশ্বরদী উপজেলা অফিস সেক্রেটারি মারুফ মো: আহসানউজ্জামান, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের (বিআরইএল) পাকশী সভাপতি মো: আরিফুল ইসলাম।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল