নওগাঁয় স্কুলশিক্ষকের সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ
- মান্দা (নওগাঁ) সংবাদদাতা
- ০৭ অক্টোবর ২০২৪, ১০:৩০
নওগাঁর ধামইরহাট উপজেলার চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিমল কুমার সপরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
রোববার (৬ অক্টোবর) বিকেলে সপরিবারে পার্শ্ববর্তী জয়পুরহাটের জেলা জজ আদালতে হাজির হয়ে এফিডেভিড করে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি।
আদালতের এফিডেভিড সূত্রে জানা যায়, ইসলাম গ্রহণের পর বিমল রায়ের নতুন নাম আবু সাঈদ ইসলাম। তার স্ত্রীর নাম ছিল ঝলকা রাণী, ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম দেয়া হয়েছে খাদিজা ইসলাম এবং মেয়ে ঈশিতা রানীর নাম দেয়া হয়েছে আছিয়া ইসলাম আয়াত।
জানতে চাইলে নওমুসলিম মো: আবু সাইদ ইসলাম বলেন, ‘ইসলাম হচ্ছে ইহকাল ও পরকালের মুক্তির একমাত্র পথ। পৃথিবীতে ইসলামই হচ্ছে একমাত্র কল্যাণ ও শান্তির ধর্ম। আর এ ধর্মে রয়েছে মানুষের জন্য অশেষ কল্যাণকর জীবন ব্যবস্থা। এমন আত্ম-উপলব্ধি থেকে আমার পরিবারের তিনজন (তিনি এবং তার স্ত্রী, মেয়ে) সনাতন (হিন্দু) ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করি। আমি সকল মুসলিমসহ দেশবাসীর কাছে দোয়া চাই, মহান আল্লাহ তায়ালা যেন আমাদের বাকি জীবন ইসলামের আলোকিত পথে খাদেম করে রাখেন।’
বিষয়টি নিশ্চিত করে আইনজীবী মামুনুর রশীদ বলেন, এভিডেভিডের মাধ্যমে তারা ধর্মান্তরিত হওয়ার বিষয়টি সম্পাদন করেন। পরবর্তীতে তারা ইসলাম ধর্মের ধর্মীয় আচার সম্পন্ন করেন।