২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাজশাহীতে পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার

রাজশাহীতে পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

রাজশাহীর বাগমারা উপজেলায় পুকুরে ভাসমান অবস্থায় এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) দুপুরের দিকে স্থানীয়রা উপজেলার কাষ্টনাংলা গ্রামের এক পুকুরে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিল সে। পরে ভাসমান লাশ দেখতে পায় স্থানয়ীরা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

এ সময় মৃতের চোখ এবং গলায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। এরপর লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়।

মৃত মো: সবুজ (১৫) পার্শ্ববর্তী মাধনগর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। স্থানীয় স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল সে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, পুকুর থেকে লাশ তুলে সুরতহাল প্রস্তুত করা হয়। এ সময় লাশের চোখে ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া পাশেই পাওয়া গেছে একটি চেইন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে আঘাত কেন হয়েছে, তা তারা এখনো নিশ্চিত নন। মাছের ঠোকরেও এই আঘাত হতে পারে।

ওসি বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল