২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

পোরশার দুয়ারপাল সীমান্তে ২ বাংলাদেশীকে আটক করলো বিএসএফ

- ছবি : প্রতীকী

নওগাঁর পোরশা দুয়াপাল সীমান্তে দুই বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাদের আটক করা হয়।

জানা গেছে, ভারতীয় ক্যাদারীপাড়া ক্যাম্পের ৮৮ বিএসএফ সদস্যরা ২৩২(৩এ) নম্বর পিলার থেকে প্রায় এক কিলোমিটার ভারতের অভ্যন্তরে দাল্লা নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।

একটি সূত্রে জানা গেছে, ২০-২৫ জনের একটি দল গরু নিয়ে আসার পথে ওই দুইজন আটক হয়েছে এবং এ সময় বিএসএফ সদস্যরা ২০টি মহিষ আটক করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়। আটকরা হলেন দুয়ারপাল যুগিডাংগার মরহুম আব্দুল হকের ছেলে আমান (৪০) ও দুয়াপাল গ্রামের মরহুম মহির উদ্দিনের ছেলে রুবেল (৩৫)। অন্যদিকে, বিজিবি সদস্যরা চারটি মহিষ আটক করে।

এ ব্যাপারে ১৬ বিজিবি হাঁপানিয়া ক্যাম্পের সুবেদার গোলাম ফারুকের সাথে কথা বললে তিনি জানান, দুইজন আটকের কথা শুনেছেন কিন্তু সত্যতা পাননি। তবে তিনি খোঁজ-খবর নিচ্ছেন। সঠিক হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে ব্যবস্থা নিবেন বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement