২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

রাজশাহীতে আ’লীগের সাবেক এমপি এনামুল কারাগারে

রাজশাহীতে আ’লীগের সাবেক এমপি এনামুল কারাগারে - ছবি : নয়া দিগন্ত

রাজধানী ঢাকার আদাবর থেকে গ্রেফতার হওয়া রাজশাহীর সাবেক এমপি আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার এনামুল হককে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে রাজশাহীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১-এর আদালতে তোলা হয়।

এ সময় তার পক্ষের আইনজীবী আদালতে জামিন আবেদন করেন। কিন্তু শুনানি শেষে আদালতের বিচারক মো: হাদিউজ্জামান তার জামিন আবেদন নামঞ্জুর করেন এবং এনামুল হককে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাজশাহী জেলা পুলিশের কোর্ট পরিদর্শক আমান উল্লাহ গণমাধ্যমকে জানান, সাবেক এমপি এনামুল হকের বিরুদ্ধে গত ৫ আগস্ট রাজশাহীর বাগমারা উপজেলায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার তাকে আদালতে তোলা হয়েছিল। এ সময় আসামিপক্ষের আইনজীবী তার জন্য জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নাকচ করেন এবং তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক এনা গ্রুপের চেয়ারম্যান। তিনি এ আসনে তিনবারের এমপি ছিলেন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হন। কিন্তু নিজ দলের প্রার্থীর কাছেই পরাজিত হন। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি গা ঢাকা দেন। ১৬ সেপ্টেম্বর রাজধানীর আদাবর থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। এরপর তাকে রাজশাহীতে আনা হয়।


আরো সংবাদ



premium cement
পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেম ও ইসলামী স্কলার অন্তর্ভুক্ত করুন আন্দোলনের সফলতার ক্রেডিট সবার : শিবির দেশে-বিদেশে গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করতে চাই : ড. আসিফ নজরুল মুন্সীগঞ্জে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, যুবক নিহত এখনো পুরো সক্রিয় হতে পারেনি পুলিশ কুড়িগ্রামে বজ্রপাতে মৃত্যু ২ বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন ব্রাহ্মণবাড়িয়ায় স্বামী হত্যা : স্ত্রীর যাবজ্জীবন, ভায়রার মৃত্যুদণ্ড ১ কোটি ১৬ লাখ টাকা ও বিপুল পরিমাণ বিদেশী মুদ্রাসহ আটক ৩ সাবেক প্রতিমন্ত্রী এনামুর এমপি বকুল ও বিসিআইসি সাবেক চেয়ারম্যানের দুর্নীতির অনুসন্ধান করবে দুদক মিয়ানমারের জান্তাবিরোধী শক্তিকে ভারতের নজিরবিহীন আমন্ত্রণ

সকল