১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩০, ১৪ রবিউস সানি ১৪৪৬
`

স্যামসাং আনপ্যাকড ইভেন্টের চমক

-

ফ্রান্সের রাজধানী প্যারিসে গত বুধবার অনুষ্ঠিত ‘আনপ্যাকড’ আয়োজনে গ্যালাক্সি জেড ফোল্ড-৬, গ্যালাক্সি জেড ফ্লিপ-৬, গ্যালাক্সি ওয়াচ আলট্রা এবং গ্যালাক্সি বাডস থ্রি সিরিজ আনার ঘোষণা দিয়েছে স্যামসাং। এ আয়োজনে প্রথমবারের মতো নিজেদের তৈরি স্মার্ট আংটি প্রদর্শন করেছে স্যামসাং। নতুন ডিভাইসগুলোতে গুগলের এআইয়ের বেশ কিছু ফিচার রয়েছে। গুগলের জেমিনি মডেলের সমর্থন পাবে এসব ডিভাইস। নতুন ফোল্ডেবল ফোনগুলোতে জেমিনি এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা আরো সহজ হবে। এ ছাড়া গুগলের সার্চটুফিচারও গ্যালাক্সি জেড সিরিজে নিয়ে আসা হয়েছে।
ফোল্ড ও ফ্লিপ স্মার্টফোন
গ্যালাক্সি জেড ফোল্ড-৬ মডেলের স্মার্টফোনটি বইয়ের মতো সহজে ভাঁজ করে রাখা যায়। অন্যদিকে জেড ফ্লিপ-৬ মডেলের ফোনটি ভাঁজ করে আকারে ছোট করে রাখা যাবে। দু’টি ফোনেই স্যামসাংয়ের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি গ্যালাক্সি এআই যুক্ত করা হয়েছে। ফলে সহজেই ফোনে নোট অ্যাসিস্ট, লাইভ ট্রান্সলেট, টেক্সট সাজেশনস প্রভৃতি সুবিধা পাওয়া যাবে। অষ্টম প্রজন্মের শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরে চলা গ্যালাক্সি জেড ফোল্ড-৬ মডেলের ফোনটির পর্দা আগের সংস্করণের তুলনায় বেশ বড়। এ ছাড়া ফোনটির নকশা পরিবর্তনসহ ব্যবহার করা হয়েছে পাতলা বেজেল। গ্যালাক্সি জেড ফ্লিপ-৬ ফোনটির নকশাও জেড ফোল্ড-৬ এর মতোই। ফোনটিতে ফ্লেক্স ডিসপ্লে প্রযুক্তির পর্দার পাশাপাশি ৫০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা রয়েছে।
ফোন দু’টি এখনই প্রিঅর্ডার করা যাবে ও ২৪ জুলাই থেকে এগুলোর শিপিং শুরু হবে। গ্যালাক্সি জেড ফোল্ড-৬ এর দাম শুরু হয়েছে এক হাজার ৯০০ ডলার। আর গ্যালাক্সি জেড ফ্লিপ-৬ এর দাম শুরু হয়েছে এক হাজার ১০০ ডলার।
স্মার্ট রিং
প্রথমবারের মতো স্মার্ট আংটি তৈরি করেছে স্যামসাং আর তাই স্মার্ট আংটি নিয়ে বেশ আলোচনা রয়েছে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে। ‘গ্যালাক্সি রিং’ নামের এই স্মার্ট আংটি ব্যবহারকারীর শারীরিক অবস্থার বিভিন্ন তথ্য সংগ্রহ করে তাৎক্ষণিকভাবে জানাতে পারে। ফলে স্বাস্থ্যের বিভিন্ন তথ্য জানার পাশাপাশি চাইলে ঘুমের ধরন ও হৃৎস্পন্দন তথ্যও জানা যাবে। পানিরোধী স্মার্ট আংটি একবারের চার্জে টানা সাত দিন চলবে। একবার চার্জ দিলে রিংটি সাত দিন পর্যন্ত চলবে। এর সাথে চার্জিং কেসও পাওয়া যাবে। এর দাম ৪০০ ডলার। যুক্তরাষ্ট্রে গ্যালাক্সি রিংয়ের প্রিঅর্ডার নেয়া হচ্ছে। আগামী ২৪ জুলাই থেকে ডিভাইসটির শিপিং শুরু হবে।
স্মার্টওয়াচ
অনুষ্ঠানে ‘এক্সিনোজ ডব্লিউ-১০০০’ প্রসেসরে চলা ‘গ্যালাক্সি ওয়াচ আলট্রা’ ও ‘গ্যালাক্সি ওয়াচ সেভেন’ মডেলের স্মার্ট ঘড়ি প্রদর্শন করেছে স্যামসাং। টাইটানিয়াম গ্রেড ফোর ফ্রেম যুক্ত স্মার্ট ঘড়িগুলো একবার চার্জে টানা ১০০ ঘণ্টা ব্যবহার করা যাবে। সময় দেখানোর পাশাপাশি স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন তথ্যও জানাবে ঘড়িগুলো।
বাডস
অনুষ্ঠানে ‘গ্যালাক্সি বাডস থ্রি’ ও ‘গ্যালাক্সি বাডস থ্রি প্রো’ মডেলের ইয়ারফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে স্যামসাং। দু’টি ইয়ারফোনেই গ্যালাক্সি এআই, রিয়েল টাইম ট্রান্সলেশন ও অ্যাডাপটিভ ইকিউ সুবিধা রয়েছে। নয়েজ ক্যানসেলেশনসহ জরুরি মুহূর্তের জন্য সাইরেন মোড সুবিধাও রয়েছে ইয়ারফোনগুলোয়। এগুলোও এখন প্রিঅর্ডার করা যাবে। গ্যালাক্সি বাডস-৩ এর দাম ১৮০ ডলার। আর গ্যালাক্সি বাডস-৩ প্রোর দাম ২৫০ ডলার। এগুলোর ডেলিভারিও ২৪ জুলাই থেকে শুরু হবে।


আরো সংবাদ



premium cement
গজারিয়ায় বজ্রপাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আহত ‘ক্ষমতায় থাকার জন্য হাসিনা এত মানুষ হত্যা করেছে, যা ইতিহাসে নেই’ আমি রেজাল্ট চাই না, আমার ছেলে হত্যার বিচার চাই : শহিদ সবুজ মিয়ার মা ঘরের মাঠে ইংল্যান্ডকে হারিয়ে জয়খরা ঘুচাল পাকিস্তান যেভাবে শহিদ হন ইয়াহিয়া সিনওয়ার অন্তর্বর্তী সরকারে যোগ হতে পারে নতুন মুখ! শুক্রবার ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ ছাত্র অসন্তোষের জেরে পাঞ্জাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাশিয়াকে সমর্থন প্রশ্নে বেইজিংকে ‘চ্যালেঞ্জ’ করতে চীনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়া মানে অপরাধকে প্রশ্রয় দেয়া : ভারতকে রিজভী রিপাবলিকান-সমর্থিত নির্বাচনী বিধি বাতিলের রায় জর্জিয়ার বিচারকের

সকল