১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফ্রি ডার্ক ওয়েব মনিটরিং সেবা দেবে গুগল

-

গুগলের ডার্ক ওয়েব মনিটরিং সেবায় নতুন আপডেট আনাছে, যা ‘ডার্ক ওয়েব রিপোর্ট’ নামেও পরিচিত। এই সেবাটির আপডেটেড সংস্করণ ব্যবহার করার সুযোগ পাবেন ৪৬টি দেশের গুগল ব্যবহারকারীরা, যা এ মাসের শেষ নাগাদ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে চালু হবে। এর আগে ফিচারটি ব্যবহার করার সুযোগ পেতেন কেবল গুগল ওয়ান গ্রাহক সেবার সদস্যরা।
গুগলের ‘ডার্ক ওয়েব রিপোর্ট’ ফিচারটি বিভিন্ন অ্যালগরিদম স্ক্যানিং করার মাধ্যমে নির্ধারণ করবে, ব্যবহারকারীর বিভিন্ন ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে কিনা, যার মধ্যে রয়েছে ব্যবহারকারীর নাম, ঠিকানা, ফোন নম্বর ও ইমেইল অ্যাকাউন্টের মতো তথ্যগুলো। ফিচারটি বেশ উপকারী, বিশেষ করে যারা হ্যাকিং, তথ্য ফাঁস বা পরিচয় চুরির মতো ঘটনার ভুক্তভোগী, তাদের ক্ষেত্রে। কয়েক মাস আগেই টেলিযোগাযোগ কোম্পানি ‘এটিঅ্যান্ডটি’র ৭৬ লাখ গ্রাহকের তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছিল, যার ফলে ভুক্তভোগী সব ব্যবহারকারীর পাসকোড রিসেট করতে বাধ্য হয় টেলিকম জায়ান্ট কোম্পানিটি। এদিকে, ‘প্রোটন মেইল’ ও ‘লাস্টপাস’-এর মতো সেবাতেও বিভিন্ন এমন ফিচার আছে, যেগুলো ডার্ক ওয়েবে ব্যবহারকারীর তথ্য ও ফাঁস হওয়া পাসওয়ার্ড নিয়ে সতর্ক করে থাকে।


আরো সংবাদ



premium cement

সকল