১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আইফোনের নতুন ফিচার নিয়ে অযথাই ভীতি ছড়িয়েছে

-

অ্যাপলের সর্বশেষ আপডেটে যোগ করা নতুন আইফোন ফিচারের কারণে প্রাইভেসি নিয়ে ব্যবহারকারীদের সতর্কবার্তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী। নতুন এ ফিচারের নাম নেইমড্রপ, যার মাধ্যমে সহজেই অনুমতি সাপেক্ষে বিভিন্ন ব্যক্তিগত তথ্য শেয়ার করা যায়। আর ডেটা চুরির মতো ঘটনা থেকে নিশ্চয়তা দিতে এর মধ্যে একাধিক সুরক্ষা ব্যবস্থাও রয়েছে।
মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সতর্কবার্তা এরই মধ্যে ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তারা আইওএস-১৭-তে আসা নতুন এ ফিচারের সম্ভাব্য প্রাইভেসি ঝুঁকির বিষয়টি উল্লেখ করেছে।
এ সতর্কবার্তায় উল্লেখ করা হয়, ফিচারটি ডিফল্ট হিসেবেই চালু হয়ে যায়। এর পাশাপাশি এতে পরামর্শ দেয়া হয়েছে, অনেক ব্যবহারকারীই নিজেদের সেটিং চেক না করায় বুঝতে পারেন না যে তাদের ফোন কীভাবে কাজ করে। এ ছাড়া, ব্যবহারকারীর কাছাকাছি থাকা অন্য আইফোনের সাথে ব্যক্তিগত যোগাযোগের তথ্য শেয়ার করার সম্ভাব্য ঝুঁকি নিয়েও সতর্কবার্তা দেয়া এতে। এতে আরো উল্লেখ রয়েছে, ব্যবহারকারী ও শিশুদের জন্য ডিফল্ট হিসেবেই ফিচারটি বন্ধ রাখা উচিত।
ফিচারটি দু’টি কাছাকাছি ডিভাইসের মধ্যে যোগাযোগের তথ্য আদান-প্রদানের সুবিধা দেয়, বিষয়টি সত্য হলেও এ ক্ষেত্রে কেবল কাছাকাছি নয়, বরং ডিভাইসগুলোকে একে অপরের পাশাপাশি অবস্থান করতে হয়। আর এ সুরক্ষা ব্যবস্থা ফিচারটিতে ‘বিল্ট ইন’ হিসেবেই রাখা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ব্যবহারকারী কারো সাথে ডেটা শেয়ার করতে চাইলে তাকে বিশেষ এক উপায়ে নিজের ফোনকে আনলক করতে হয়। আর ফিচারটি নিজে নিজেই তথ্য পাঠায় না। আইওএস-১৭ অপারেটিং সিস্টেমে ফিচারটি চালু করার উদ্দেশ্য ছিল, ব্যবহারকারীর কন্টাক্ট ও বিভিন্ন কাজ শেয়ারের উপায় সহজ করা। কাছাকাছি থাকা ডিভাইসে এর মাধ্যমে জটিলতা এড়িয়ে আগের তুলনায় দ্রুত তথ্য আদান-প্রদান করা যায়।
ফিচারটি কাজ করে দু’টি আইফোন, দুটি অ্যাপল ওয়াচ বা একটি আইফোন ও একটি অ্যাপল ওয়াচকে পাশাপাশি রাখার মাধ্যমে। ডিভাইসগুলোকে আনলক করে কয়েক সেন্টিমিটার দূরে রাখার পর এগুলো ভাইব্রেট করার পাশাপাশি একটি আলো জ্বলতে দেখা যায়, যার মাধ্যমে বোঝা যায় যে এগুলোর মধ্যে সংযোগ ঘটছে। আর ব্যবহারকারী কী ধরনের তথ্য শেয়ার করতে চান বা ফিচারটি থেকে বের হতে চান কি না, এমন অপশনও দেয়া হয় এতে। এর মাধ্যমে নিজের শেয়ার করতে চাওয়া তথ্য বাছাইয়ের সুবিধা পান ব্যবহারকারী।


আরো সংবাদ



premium cement
কাঁঠালিয়ায় মোটরসাইকেলচাপায় গৃহবধূ নিহত, আহত ২ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি : মাহমুদুর রহমান সাবেক এমপি টিপুকে ধরে পুলিশে সোপর্দ করল জনতা বিএলআরআইয়ের ভূমিকা হওয়া উচিত দেশীয় জাত সংরক্ষণ : ফরিদা আখতার কেউ যাতে দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে : আসিফ নজরুল প্রশাসক নিয়োগ করে পোশাক কারখানায় সমস্যা সমাধান সম্ভব? খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ৯টি ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন তিন দিনের মধ্যে এনআইডিকে ক্যাটাগরি করার নির্দেশ ইসির খেলাফত আন্দোলনের যৌথসভা অনুষ্ঠিত ভারতীয় মিডিয়ায় দেশ বিরোধী অপপ্রচারের নিন্দা খেলাফত মজলিসের

সকল