১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দ্বিতীয় প্রজন্মের রোবট ডগ

-

সম্প্রতি সাইবার ডগ ২ উন্মোচন করেছে শাওমি। শিগগিরই এটি চীনের বাজারে পাওয়া যাবে। ছোট ও হালকা (৮.৯ কেজি) ওজনের রোবটটিকে কাস্টমাইজ করে বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। সাইবার ডগ ২-এ আছে ১৩ মেগাপিক্সেলের এআই ক্যামেরা, ১ আরজিবি ক্যামেরা, দুটি ফিশ আই ক্যামেরা, লাইডার ও ফোর্স সেন্সর। এর আগে প্রথম প্রজন্মের সাইবার ডগ উন্মোচিত হয়েছিল ২০১১ সালে।
শাওমির সাইবারডগের নতুন সংস্করণটি একটি চার পায়ের রোবোটিক কুকুর, প্রথম প্রজন্মের সাইবার ডগ থেকে এর ডিজাইনে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন করেছে যা কুকুরটিকে আরো বেশি ইউনিক করে তুলেছে। প্রথম সাইবারডগ তৈরি করা হয়েছিল বোস্টন ডায়নামিক্সের স্পটের অনুরূপ, কিন্তু সাইবারডগ ২ এর একটি অনন্য এবং ভিন্ন চেহারা রয়েছে। এর শরীরটিকে সম্পূর্ণরূপে নতুন করে ডিজাইন করা হয়েছে একটি ডোবারম্যানের মতো, যার মাথার দুই পাশে ছোট কান রয়েছে। এটি দেখতে আগের মডেলের তুলনায় আরো বাস্তবসম্মত কুকুরের মতো মনে হবে। সাইবারডগ ২ এখন আগের চেয়েও ছোট এবং হালকা। এটির ওজন মাত্র ৮.৯ কিলোগ্রাম এবং এটি ৩৬.৭ সেন্টিমিটার লম্বা। এটি একটি সাধারণ গোল্ডেন রিট্রিভারের চেয়ে অনেক ছোট। সাইবারডগ ২ রোবটকে তার সাইবারগিয়ার মাইক্রো-অ্যাকচুয়েটর দিয়ে সজ্জিত করেছে। এই অ্যাকচুয়েটরগুলো আরো বেশি তৎপরতা প্রদান করে, যা রোবটকে ক্রমাগত ব্যাকফ্লিপ এবং পতন থেকে পুনরুদ্ধারের মতো জটিল কৌশলগুলো সম্পাদন করতে দেয়।
রোবটটির দৃষ্টি, স্পর্শ এবং শ্রবণশক্তির জন্য রয়েছে ১৯টি সেন্সর, যার দ্বারা এটি দ্রুত উন্নত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। শাওমি সাইবারডগ ২ কে ওপেন-সোর্স করার সিদ্ধান্ত নিয়েছে। এর অর্থ হলো রোবটের কোড, স্ট্রাকচারাল ড্রয়িং এবং এমনকি এর বিভিন্ন সেন্সিং ক্ষমতার জন্য প্রোগ্রামিং পদ্ধতি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।


আরো সংবাদ



premium cement
খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সোনাগাজীতে উপজেলা যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার কুবিতে পিএইচডি ও এমফিল চালুর সিদ্ধান্ত প্রবাসীদের স্বজনদের জন্য শাহজালালে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ‘আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলার বাদীদের শাস্তির দাবি’ ঢাবি ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড পর্যালোচনায় বিশেষ কমিটি গঠন খুলনায় আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণচন্দ্রকে ডিম নিক্ষেপ মৌলবাদ থেকে দেশকে রক্ষা করতে হবে : আসিফ নজরুল নুর ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা : চিফ প্রসিকিউটর কার্যালয় পুলিশ বাহিনীর নিজেদের প্রমাণ করার এখনই সময় : স্বরাষ্ট্র উপদেষ্টা কিছু ঘটলে আন্তর্জাতিকভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তুলে ধরা হয় : আসিফ নজরুল

সকল