ইনস্টাগ্রামের নিয়মিত ব্যবহারকারী এখন ২০০ কোটি
- প্রযুক্তি ডেস্ক
- ১৮ ডিসেম্বর ২০২১, ০০:০০, আপডেট: ১৭ ডিসেম্বর ২০২১, ২১:৩৮
ইনস্টাগ্রামের নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটির মাইলফলক ছুঁয়েছে। অবাক করার বিষয় হলো এই অর্জন নিয়ে কোনো হইচই করছে না ফটো ও ভিডিও শেয়ারিং সাইটটি।
সংশ্লিষ্টদের ধারণা, গেল কয়েক মাসের বিতর্ক আর সমালোচনার জেরে নতুন অর্জন নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়া থেকে বিরত রয়েছে প্রতিষ্ঠানটি।
ইনস্টাগ্রামের নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটি ছাড়িয়ে গেছে বলে মার্কিন টিভি চ্যানেল সিএনসিবি-কে জানিয়েছেন প্রতিষ্ঠানটিরই একাধিক কর্মী। সাম্প্রতিক সময়ে শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের উপর নিজেদের বিরূপ প্রভাবের ব্যাপারে জানা থাকলেও পুরো বিষয়টি চেপে যাওয়ার অভিযোগে নানা দিক থেকে সমালোচনা ও চাপের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।
নিজেদের ব্যবহারকারীর সংখ্যা নিয়ে ইনস্টাগ্রাম সর্বশেষ আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল ২০১৮ সালে। সে বছর ১০০ কোটি নিয়মিত ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়েছিল প্রতিষ্ঠানটি।
নাম গোপন রাখার শর্তে ইনস্টাগ্রাম কর্মীরা সিএনবিসি-কে জানিয়েছেন, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ আলাপচারিতা থেকেই ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটি ছাড়ানোর ব্যাপারে জানতে পেরেছেন তারা। ফেসবুকের মাদার প্রতিষ্ঠান মেটার নামকরণের এক সপ্তাহ আগে ইনস্টাগ্রাম ২০০ কোটির মাইলফলক ছুঁয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা