২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

স্মরণ : হাফেজ হাবীবুর রহমান

-

চিন্তাবিদ, লেখক ও সাংবাদিক হাফেজ মুহাম্মাদ হাবীবুর রহমানের মৃত্যুবার্ষিকী ২৬ ডিসেম্বর। ১৯৩৬ সালের ২১ আগস্ট বরিশাল জেলার উজিরপুর উপজেলার কালিহাতা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। মূলত তিনি ছিলেন স্বশিক্ষায় সুশিক্ষিত। বাংলার পাশাপাশি ইংরেজি ও উর্দু সাহিত্যে তার ছিল পাণ্ডিত্য।
ছাত্রজীবন থেকে লেখালেখির প্রতি গভীর আগ্রহ থাকায় দৈনিক আজাদ, ইত্তেহাদ, ইত্তেফাক ও মাসিক মোহাম্মদীতে তখন থেকেই নিয়মিত লিখতেন। যশোরে মাওলানা মুহাম্মদ আবদুর রহীম রহ:-এর লিখিত ও অনূদিত কিছু বই পড়ে তিনি ১৯৫৬ সালে তার সাথে সাক্ষাৎ করেন এবং ইসলামী সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে যোগ দেন। সে বছরই তিনি যশোর ছেড়ে ঢাকায় আসেন এবং পরে সাপ্তাহিক জাহানে নও পত্রিকার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করে দীর্ঘ দিন তা পালন করেন। সর্বশেষ, তিনি ইরানের বার্তা সংস্থা ইরনার নিজস্ব সংবাদদাতা হিসেবে এবং ইরান দূতাবাসের বাণিজ্যিক শাখায় অত্যন্ত সুনামের সাথে কাজ করেন।

তিনি ১৯৫৮ সালের ২৫ সেপ্টেম্বর মাওলানা মুহাম্মাদ আবদুর রহীমের বড় মেয়ে ফিরোজা দিল আফরোজের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মাওলানা সাহেবের মৃত্যুর পর তার লিখিত সব বই সম্পাদনা, পরিমার্জনা ও ভূমিকা লেখা এবং প্রকাশের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছেন।
তার রচিত গ্রন্থাবলি : মুক্তির দিশারী মহানবী (সা:), দৈনন্দিন জীবনে যিকির ও দোয়া, দর্শন, বিজ্ঞান ও কুরআনের আলোকে দো’আ, পর্দা কি প্রগতির অন্তরায়, নিয়াজির জবানবন্দী, সংগঠন, আনুগত্য ও শৃঙ্খলা, দ্বীন প্রতিষ্ঠার জিহাদে অংশগ্রহণের সুফল, মাওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ:), ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার দ্বন্দ্ব (অনূদিত), ইসলামী আন্দোলনে কর্মীদের পারস্পরিক সম্পর্ক (অনূদিত), রাসূলুল্লাহ (সা:)-এর বিপ্লবী জীবন (অনূদিত), ইসলাম একমাত্র জীবনবিধান (অনূদিত), ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দায়িত্ব (অনূদিত), রিয়াদুস সালেহীন (অনূদিত, চার খণ্ড) প্রভৃতি।
হাফেজ মুহাম্মাদ হাবীবুর রহমান ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে প্রায় তিন মাস চিকিৎসাধীন থাকার পর ২০১০ সালের ২৬ ডিসেম্বর মিরপুরের বাসভবনে ইন্তেকাল করেন।


আরো সংবাদ



premium cement