২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
স্মরণ: মোহাম্মদ জমির আলী

আদর্শে অবিচল এক ব্যক্তিত্ব

-


বাংলাদেশ মুসলিম লীগের সাবেক সভাপতি মোহাম্মদ জমির আলী। ১৯৪২ সালের ২৯ নভেম্বর তৎকালীন নোয়াখালী বর্তমান লক্ষ্মীপুর জেলার রামগতির চর আলেকজান্ডার গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন চর আলেকজান্ডারে, অষ্টম শ্রেণীতে ভর্তি হন জিলা স্কুলে।

১৯৫৯ সালে নবম স্থান অধিকার করে মেট্রিক পাস করেন। ভর্তি হন ঢাকা কলেজে। ঢাকা কলেজ ছাত্র সংসদের জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন। তবে ১৯৬২ সালে ব্রাহ্মণবাড়িয়া কলেজ থেকে আইএ পাস করেন। তারপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন জাতীয় ছাত্র ফেডারেশনের সাথে সম্পৃক্ত হন। পুরো পাকিস্তান জাতীয় ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৬৬ সালে এম এ পাস করেন। ছাত্রজীবন শেষে মুসলিম লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ১৯৬৭ সালের ২৩ জানুয়ারি জাহানারা আক্তার ঝরনার সাথে বিয়েবন্ধনে আবদ্ধ হন। তার স্ত্রী সরকারি কর্মকর্তা ছিলেন। যুগ্ম সচিব পদমর্যাদায় থাকাকালীন ২০০১ সালে অবসর গ্রহণ করেন। তাদের চার পুত্রসন্তান রয়েছে।

১৯৬৭ সালে পাকিস্তান মুসলিম লীগের অরগানাইজার হিসেবে নিয়োগ পান। ১৯৭০ সালে সাবেক স্পিকার এ কে এম ফজলুল কাদের চৌধুরীর রাজনৈতিক সচিব ছিলেন। ১৯৭৬ সালে দল পুনর্গঠনের লক্ষ্যে তিনি বাংলাদেশের বিভিন্ন জেলার মুসলিম লীগ নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে দেশব্যাপী সফর করেন।
১৯৮০ সালে মুসলিম লীগের কাউন্সিলের মাধ্যমে সাংগঠনিক সম্পাদক, ১৯৮৪ সালে দলের মহাসচিব নির্বাচিত হন। ২০০৪ সালে দলের সভাপতি নির্বাচিত হন। ১৯৮০ সালে দৈনিক কিষাণের নির্বাহী সম্পাদক ছিলেন। ১৯৮৪ সালে সাপ্তাহিক ঝরনা প্রকাশ করেন। ছিলেন দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক। তিনি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইরাক, ইরান, আরব আমিরাত ও পাকিস্তানসহ বহু দেশ ভ্রমণ করেন। মোহাম্মদ জমির আলী ২০০৪ সালের ২৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
লেখক : মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ী, সাধারণ সম্পাদক, জমির আলী স্মৃতি সংসদ

 


আরো সংবাদ



premium cement
চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত আনতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রেস সচিব ‘প্রত্যেক ধর্মে শান্তির বাণী আছে, সেই বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে’ ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ আয়কর রিটার্ন জমার সময় আরো এক মাস বাড়লো সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা গ্রেফতার অতিসত্বর নির্বাচন হওয়া দরকার : আমীর খসরু জেলখানায় হত্যা : শেখ হাসিনা ও জেল সুপারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন ডিএসইসি সদস্যদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত জবি ছাত্রদলের আহ্বায়ক হিমেল, সদস্যসচিব আরেফিন এমন একটি দেশ চাই যাকে কেউ ভাগ করতে পারবে না : জামায়াত আমির

সকল