মানুষের অধিকার ফিরিয়ে দিতে কোরআনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই : মজিবুর রহমান
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ জুলাই ২০২৪, ২১:২৪, আপডেট: ১২ জুলাই ২০২৪, ২১:৩৯
মানুষের অধিকার ফিরিয়ে দিতে কোরআনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান।
তিনি বলেন,‘সকল ক্ষেত্রে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হলে প্রতিটি সেক্টরে কোরআনের দাওয়াত পৌঁছাতে হবে। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। এটি সর্বত্র ছড়িয়ে দিতে হবে। দ্বীন কায়েমের জন্য সবার আগে মালের কোরবানি করতে হবে। রাসূল স:-এর আদর্শকে ধারণ করতে হবে। দ্বীন কায়েমের জন্য রাসূল স:-কে অকথ্য যুলুম-নির্যাতন সহ্য করতে হয়েছে। আমাদেরকেও ত্যাগ-কোরবানির নজরানা পেশ করতে হবে। যত বেশি জুলুম-নির্যাতন হবে তত বেশি গুণাহ মাফ হবে এই বিশ্বাস রাখতে হবে।
শুক্রবার (১২ জুলাই) কুমিল্লা মহানগরী ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত আয়োজিত পৃথক পৃথক রুকন (সদস্য) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্য অধ্যাপক মুজিবুর রহমান এসব কথা বলেন।
অধ্যাপক মজিবুর রহমান বলেন, বর্তমান জালিম সরকার জুলুম-নির্যাতনের মাত্রা ছাড়িয়ে গেছে। সরকারের এই জুলুমতন্ত্র থেকে দেশের জনগণ মুক্তি চায়। দেশের জনগণ আজ ভাতের অধিকার, চিকিৎসার অধিকার ও তাদের বাক-স্বাধীনতা ফিরে পেতে চায়। মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য কোরআনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।
কুমিল্লা মহানগরী জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য মুহাম্মাদ লিয়াকত আলী ভূঁইয়া।
প্রধান অতিথি অধ্যাপক মুজিবুর রহমান আরো বলেন,‘বর্তমান সরকার জনগণের সরকার নয়। তারা নিজেদেরকে জনগণের সরকার বললেও জনগণ তা মনে করে না। তারা জনগণের ভোটাধিকার হরণ করে জোর করে ক্ষমতা দখল করে আছে। তারা জনগণের বাক-স্বাধীনতা হরণ করে, গণতন্ত্রকে হত্যা করে একনায়কতন্ত্র কায়েম করেছে। আজ দেশের মানুষের মৌলিক অধিকার বলতে কোনো কিছু নেই। মৌলিক অধিকার না পেয়ে আজ বহু মানুষ মানবেতর জীবনযাপন করছে। বর্তমানে শিক্ষাব্যবস্থা নিয়ে চরম অপকৌশল শুরু করেছে সরকার। তারা বাংলাদেশের বহু দিনের ইসলামী ইতিহাস-ঐতিহ্যকে ভূলুণ্ঠিত করে পাঠ্যপুস্তকে অনৈতিক ও নাস্তিক্যবাদী শিক্ষাব্যবস্থা চালু করেছে। কুমিল্লা মহানগরী জামায়াতের নেতা-কর্মীদের বর্তমান ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সকল আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথি মোবারক হোসাইন বলেন,‘জামায়াতের সদস্যদেরকে নৈতিকমান সমুন্নত রাখতে হবে। অর্থসহ বুঝে বুঝে কোরআন-হাদীস অধ্যয়ন করতে হবে। আল্লাহর নৈকট্য লাভের জন্য ফরযের পাশিপাশি বেশি বেশি নফল ইবাদত করতে হবে। কথা ও কাজে মিল রেখে চলতে হবে। সংগঠনের সিদ্ধান্ত নিজের বিরুদ্ধে গেলেও তা মেনে নেয়ার মানসিকতা লালন করতে হবে। সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে হবে। অশ্লীল কথা এড়িয়ে চলতে হবে। বিদ্রুপ ও গীবত পরিহার করতে হবে। উত্তম দাঈ ইলাল্লাহ হতে হবে। স্থান-কাল-পাত্র বুঝে দ্বীনের প্রচার করতে হবে। সর্বোপরি আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে এবং রাসূল সা: ও তার সাহবীদের অনুসারী হতে হবে।’
কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুনের পরিচালনায় শিক্ষাশিবিরে বক্তব্য রাখেন মহানগরী জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি কাউন্সিলর মোশারফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা, কাজী নজির আহম্মেদ, মোহাম্মদ হোসাইন, আমীর হোসাইন ফরায়েজী প্রমুখ।
এদিকে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী আয়োজিত নাঙ্গলকোট উপজেলা জামায়াতের সদস্যদের (রুকন) নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। জেলা আমির মোহাম্মদ শাহজাহান অ্যাডভোকেটের সভাপতিত্বে ড. সৈয়দ সারোয়ার উদ্দিন সিদ্দিকীর পরিচালনায় রুকন শিক্ষাশিবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন ও অঞ্চল টিম সদস্য লিয়াকত আলী ভূঁইয়া।
প্রেস বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা