ডিএমপি কার্যালয় থেকে ফিরে এসে যা জানালেন এ্যানী
- অনলাইন প্রতিবেদক
- ২৭ জুন ২০২৪, ১৮:১০
আগামী ২৯ জুন নয়াপল্টন বিএনপির কার্যালয়ের সামনে দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা মুক্তির দাবিতে সমাবেশের আয়োজন করবে দলটি।
বৃহস্পতিবার বিকেলে সমাবেশের বিষয়টি জানাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-তে আসেন দলটির তিনজন নেতা যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
প্রায় আধা ঘণ্টা বৈঠকের পর বের হয়ে এসে উপস্থিত সাংবাদিকদের বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার সাথে আমাদের একটা অ্যাপয়েনমেন্ট ছিল। উনি মিটিংয়ে ছিলেন। উনার পক্ষ থেকে এডিশনাল কমিশনার হাফিজ সাহেবের সাথে কথা বলেছি, দেখা করেছি।,
তিনি আরো বলেন, আগামী ২৯ জুন শনিবার বিএনপির কেন্দ্রের কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশের আয়োজন করা হবে। এজন্য আমরা ডিএমপি কমিশনার চিঠি নিয়ে এসেছি। প্রশাসন আমাদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।