সংসদ ভবনের অটোরিকশার ধাক্কায় কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আহত
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ জুন ২০২৪, ১২:১৮
কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য (এমপি) কামারুল আরেফিন জাতীয় সংসদ ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আহত হয়েছেন।
সোমবার রাত ৯টার দিকে সংসদ ভবনের বকুলতলা গেটের কাছে সংসদ সদস্য ও তার ব্যক্তিগত সহকারী রাস্তা পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।
তার ব্যক্তিগত সহকারী আব্দুলাহ আল মামুন জানান, দুর্ঘটনার পর সংসদ সদস্যকে প্রথমে সংসদ মেডিক্যাল সেন্টারে নেয়া হয় এবং পরে মধ্যরাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার মাথার সিটি স্ক্যান এবং হাত ও পায়ের এক্স-রে করা হয়েছে। এছাড়া তার ডান কনুইয়ে তিনটি সেলাই দেয়া হয়েছে।
এমপির সিটি স্ক্যান ও এক্স-রে রিপোর্ট ভালো আসার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয় বলে জানা গেছে।
সংসদ সদস্য ফোনে বলেন, ‘এ ঘটনায় আমি সামান্য আহত হলেও এখন ভালো আছি এবং বাসায় বিশ্রামে আছি।’
সূত্র : ইউএনবি