বিএনপির উপদেষ্টা হলেন আরো ৩ জন, এফএসি’তে ১৭ জনের অন্তর্ভূক্তি
- অনলাইন প্রতিবেদক
- ২৪ জুন ২০২৪, ১৩:৩৬, আপডেট: ২৪ জুন ২০২৪, ১৫:০২
আরো তিনজনকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নিয়োগ দিয়েছে বিএনপি। এছাড়া বৈদেশিক সম্পর্ক দেখভাল করতে গত ১৫ জুন নতুন গঠিত ‘চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি বা এফএসি’তে আরো ১৭ জনকে অন্তুর্ভুক্ত করেছে বিএনপি।
আজ সোমবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
তিনজন উপদেষ্টা হলেন সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম, দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির ও কুড়িগ্রাম জেলা সভাপতি তাসভিরুল ইসলাম।
গত ১৫ জুন উপদেষ্টা কাউন্সিলে সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হারুন অর রশিদ, আসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুছ তালুকদার দুলু, সাখাওয়াত হাসান জীবন, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবী নাজনীন এবং সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খালেদ হোসেন চৌধুরী পাহিনকে নিয়োগ দেয়া হয়।
২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ কাউন্সিলে ৫০২ সদস্যের জাতীয় নির্বাহী কমিটি এবং ৮১ সদস্যের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল গঠন করা হয়।
গত ১৫ জুন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান করে ১০ সদস্যের ‘চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি’ এবং ১৮ সদস্যের ‘স্পেশাল অ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি’ গঠিত হয়।
‘অ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপার্সনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি’তে নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন আশরাফ উদ্দিন (সাবেক রাষ্ট্রদূত, ক্যানাডা), এনামুল হক চৌধুরী, এ এন এম ওহিদ আহমেদ (সাবেক ডেপুটি মেয়র, টাওয়ার হ্যামলেটস), আনোয়ার হোসেন খোকন (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), জনাব রাশেদুল হক (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), নাহিদ খান (সহ-আন্তর্জাকি বিষয়ক সম্পাদক), তোফাজ্জল হোসেন তপু (জাপান), হাফিজ খান সোহেল (ওয়াশিংটন), এ এস এম জি শাহ ফরিদ (পেনসিলভেনিয়া), বদরুল আলম চৌধুরী শিপলু (ক্যালিফোর্নিয়া), ডলি নাসির (ইতালি), গোলাম ফারুক শাহিন (নিউইয়র্ক), শফিক দেওয়ান (জার্মানি), শামীম পারভেজ (জার্মানি), হাজী হাবিব (ফ্রান্স), কবির আহমেদ (আয়ারল্যান্ড), মো: নায়েমুল বাসির (অস্ট্রিয়া)।
গত ১৫ জুন ১৮ সদস্যের ‘স্পেশাল অ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্যরা হলেন শ্যামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম অমিত, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার নওশাদ জমির, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট আসাদুজ্জামান, আফরোজা খান রিতা, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, জিবা খান, অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, খান রবিউল ইসলাম রবি, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, তাবিথ আউয়াল, প্রকৌশলী ইশরাক হোসেন, ফারজানা শারমীন পুতুল, ইসরাফিল খসরু, ব্যারিস্টার আবু সালেহ মো: সায়েম (ইউকে) এবং মো: ইকবাল হোসেন বাবু (বেলজিয়াম)।
১৭ জন নতুন যুক্ত হওয়ায় ‘স্পেশাল অ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সংখ্যা দাঁড়ালো ৩৫ এ।
এই কমিটির নবনিযুক্ত সদস্য ড. এনামুল হক চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে দায়িত্ব তা পালনে তিনি সচেষ্ট থাকবেন।
অপর সদস্য বদরুল আলম চৌধুরী শিপলু এক প্রতিক্রিয়ায় বলেন, কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমন্বিত উদ্যোগ দরকার। সেই লক্ষ্যে বিএনপির স্পেশাল চেয়ারপারসনের অ্যাসিস্ট্যান্ট টু দ্যা চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স কমিটি গঠন করা হয়েছে। আর এই কমিটিতে তাকে সদস্য হিসেবে রাখায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরেকজন সদস্য রাশেদুল হক বলেন, আশা করছি বিএনপির এই স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্যা চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স কমিটির নেতৃত্বে ভালো কিছু হবে ইনশা আল্লাহ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা