১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জামায়াতকর্মী মানেই সমাজকর্মী, এ কথার বাস্তব প্রতিফলন ঘটাতে হবে : মোবারক হোসাইন

জামায়াতকর্মী মানেই সমাজকর্মী, এ কথার বাস্তব প্রতিফলন ঘটাতে হবে : মোবারক হোসাইন - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন বলেছেন, জামায়াত কর্মী মানেই সমাজকর্মী, সমাজে এ কথার বাস্তব প্রতিফলন ঘটাতে হবে। স্বপ্রণোদিত হয়ে সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়াতে হবে।

তিনি বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ যেন সর্বাগ্রে জামায়াত কর্মীদের কাছে পায় তা নিশ্চিত করতে হবে। দেশের মানুষ সুবিচার পায় না। ন্যায় বিচার থেকে বঞ্চিত নির্যাতিত-নিষ্পেষিত মানুষগুলো ন্যায় বিচার পাবার আশায় দিগ্বিদিক ছুটতে থাকে। আমরা যদি তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে পারি, তবে সেটি হবে ইসলাম ও ইসলামী আন্দোলনের বাস্তব দাওয়াত। এ মানুষগুলো আপনাকে কখনো ভুলবে না বরং অন্তর থেকে দোয়া করবে। তারা হবে ইসলামী আন্দোলনের সহায়ক শক্তি। এ লক্ষ্য অর্জনে আমাদেরকে বিচার-শালিসে মুখ্য ভূমিকা পালনের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে।’

শুক্রবার (৩১ মে) ঝিনাইদহ জেলা জামায়াত আয়োজিত জেলা আমির অধ্যাপক আলী আজম মো: আবু বকরের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়ালের সঞ্চালনায় ওয়ার্ড আমির-সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জনাব মোবারক হোসাইন এসব কথা বলেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যাপক মতিয়ার রহমান। জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল হাই, সাংগঠনিক সেক্রেটারি জনাব আব্দুল আলিম, উপজেলা আমির বাবুল হোসেন, মতিয়ার রহমান, এ এস এম মতিউর রহমানসহ জেলার সকল উপজেলা থেকে আগত ওয়ার্ড আমির ও সভাপতিগণ সম্মেলনে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি জনাব মোবারক হোসাইন আরো বলেন, ‘জামায়াতে ইসলামী এদেশে ইসলামি সমাজ বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছে। একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য একদল সৎ, আল্লাহভীরু, দক্ষ ও যোগ্য লোক প্রয়োজন। জামায়াতে ইসলামী কুরআন-সুন্নাহভিত্তিক এবং আধুনিক প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণের মাধ্যমে দেশের প্রতিটি মানুষকে দেশপ্রেমিক, যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে বাস্তবমুখী নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। দেশ গঠনে সৎ ও যোগ্য লোকের কোনো বিকল্প নেই। জামায়াতে ইসলামী সেই কাজটিই করে যাচ্ছে। তাই দেশের প্রতিটি নাগরিকের উচিত জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করা।’

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
ভারতীয় চলচ্চিত্রে বাংলাদেশকে বিকৃতভাবে উপস্থাপন! স্বাধীনতা যুদ্ধের সঠিক, প্রকৃত ইতিহাস লেখা হয়নি: বদরুদ্দীন উমর রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার জামায়াত নেতা ড. তাহের সম্পর্কে সাংবাদিক ইলিয়াসের মন্তব্যের প্রতিবাদ গাজীপুরে নতুন ট্রেন ও অসমাপ্ত বিআরটি লেনে বিআরটি বাস সার্ভিসের উদ্বোধন বেনজীর ও মতিউরের বিরুদ্ধে দুদকের ৬ মামলা ছিনতাই রোধে রাজধানীতে শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর নির্দেশ পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাথে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ জামায়াতের একজন নেতাও মানবতাবিরোধী অপরাধ করেনি: ড. মাসুদ মালয়েশিয়ায় বেতন না পেয়ে কোম্পানির অফিস ঘেরাও-অবরোধ, যা বলল বাংলাদেশ দূতাবাস সংস্কার বা পরিবর্তন সবকিছু শুরু হয়েছিল বিএনপির হাত ধরেই : মির্জা ফখরুল

সকল