১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কাজ করে যাচ্ছে ছাত্রশিবির’

রেমালে ভোলায় ক্ষতিগ্রস্ত মানুষদের ছাত্রশিবিরের ত্রাণসামগ্রী উপহার - সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন, ‘বিপদে মানুষের পাশে দাঁড়ানো আমরা আমাদের নৈতিক দায়িত্ব বলে করি। সেই দায়িত্ব থেকেই ছাত্রশিবির রেমালে আক্রান্ত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য কাজ করে যাচ্ছে এবং শেষ পর্যন্ত তাদের পাশে থাকবে, ইনশাআল্লাহ।’

বৃহস্পতিবার (২৯ মে) ভোলা জেলার ঘূর্ণিঝড়ে আক্রান্ত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণসামগ্রী উপহার প্রদানকালে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা মনে করি, যেকোনো বিপদ-মুসিবত আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষার একটি মাধ্যম। আল্লাহ তায়ালা মানুষকে এসব দিয়ে পরীক্ষা করে থাকেন। তাই আমাদেরকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’

তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও ভারী বৃষ্টিপাতের কারণে ভোলাসহ সাতক্ষীরা থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত প্রায় পুরো উপকূলই ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের অভ্যন্তরেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। হাজার হাজার মাছের ঘের ও পুকুর, ফসলি জমি ডুবে গেছে। এ ক্ষতি কাটিয়ে উঠতে সরকারসহ বিত্তবানদের এগিয়ে আসতে হবে।’

শিবিরের এই নেতা বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, আমাদের দেশের সরকার ঋণের পাহাড় গড়ে দেশ চালাচ্ছেন। অবকাঠামোগত দৃশ্যমান যে উন্নয়ন দেখতে পাচ্ছি, এর পেছনে রয়েছে হাজার হাজার কোটি টাকার ঋণ ও দুর্নীতি। অথচ এসব উন্নয়নে সাধারণ মানুষ সুফল পাচ্ছে না। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি, টেকসই উন্নয়নের দিকে মনোযোগ দিন। উপকূলবাসীর জন্য স্থায়ী প্রকল্প গ্রহণ করুন।’

এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক জাকির হোসেন, বরিশাল মহানগর সভাপতি, ভোলা শহর ও জেলা শাখার সভাপতিসহ অন্যান্য দায়িত্বশীলরা।

কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে কেন্দ্রীয় টিম উপকূলীয় অঞ্চল ভোলা জেলার চরফ্যাশন থানার চেয়ারম্যান বাজার এলাকায় ত্রাণসামগ্রী উপহার প্রদান করেন। এছাড়াও বিভিন্ন এলাকা পরিদর্শন করে দুর্গত মানুষের খোঁজখবর নেয় তারা।
প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
বিশ্বখ্যাত তবলাবাদক জাকির হোসেন মারা গেছেন আজ মহান বিজয় দিবস তাজউদ্দীনের মেয়ের দৃষ্টিতে জুলাই-আগস্ট বিপ্লব কুষ্টিয়ায় ট্রেন থেকে সাড়ে ৬ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার বৈষম্যবিরোধী আন্দোলনে আহতকে কাঠাল গাছে ঝুলিয়ে মেরে ফেলার হুমকি ইউপি চেয়ারম্যানের সাবেক এমপি ড. আবু রেজা মুহাম্মদ নদভী আটক মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার শ্রমিকদের অবহেলিত রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : সেলিম উদ্দিন মহাদেবপুরে যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠকসহ ৩ নেতাকে মারধর

সকল