নেতাকর্মীদের খোঁজ-খবর নিতে নওগাঁয় যুবদলের সাধারণ সম্পাদক মুন্না
- অনলাইন প্রতিবেদক
- ২৫ মে ২০২৪, ২২:০২
সংগঠনকে সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে নওগাঁয় গিয়ে নেতাকর্মীদের খোঁজ নিলেন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না।
শনিবার নওগাঁয় গিয়ে আন্দোলনে ক্ষতিগ্রস্তদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপহার, সংগ্রামে কারাবন্দী নেতাকর্মীদের নিয়ে সংবর্ধনা ও আলোচনা সভা করে প্রতিনিধি দল। যুবদলের ৮২ সাংগঠনিক জেলার তৃণমূলের মতবিনিময়ের ধারাবাহিকতায় নওগাঁয় যায় সংগঠনটির প্রতিনিধি দল।
নওগাঁয় সাবেক আল ফারুক স্কুল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
যুবদলের কেন্দ্রীয় নেতারা চলমান আন্দোলন সংগ্রামে নওগাঁ জেলায় কারাবরনকারী নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে বরন করে নেন এবং বিগত আন্দোলন সংগ্রামে তাদের ত্যাগের জন্য ধন্যবাদ জানান। চলমান আন্দোলন সংগ্রামে উজ্জীবিত ভূমিকা রাখার আহ্বান জানানো হয় নেতা-কর্মীদের।
বিগত আন্দোলন সংগ্রামে গুলিতে চোখ হারানো জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কোহিনুর ইসলাম মিলিকে উন্নত চিকিৎসার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ৪ লাখ টাকা উপহার দেয়া হয়। তার চিকিৎসার ভার কাঁধে নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ সময় যুবদলের প্রতিনিধি দলে ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহফুজার রহমান রিটন, প্রচার সম্পাদক আবদুল করিম সরকার। এছাড়া ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক মসুদ হায়দার টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম রওশন ইসলাম, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার প্রমুখ।